শিশু যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের আচরণ সম্পর্কে জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি এপস্টেইনের বাড়িতে যৌন নির্যাতনের শিকার মেয়েদের সম্পর্কেও জানতেন। বুধবার মার্কিন কংগ্রেসের নজরদারি কমিটির ডেমোক্র্যাটরা এ সংক্রান্ত এপস্টাইনের তিনটি ইমেইল প্রকাশ করেছে।

তিনটি বার্তা প্রকাশের ফলে হোয়াইট হাউসের উপর তথাকথিত এপস্টাইন ফাইল প্রকাশের জন্য উল্লেখযোগ্য চাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

অসংখ্য ভুক্তভোগী জানিয়েছেন, এপস্টাইনের নিউ ইয়র্কের বাড়ি, ফ্লোরিডায় তার প্রাঙ্গণ এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের লিটল সেন্ট জেমস-এ তার কম্পাউন্ডে অনুষ্ঠিত কুখ্যাত পার্টিতে তাদের উপর নির্যাতন করা হয়েছিল। ওই সব পার্টিতে ক্লায়েন্টদের ব্যক্তিগত বিমানে করে নিয়ে যাওয়া হত।

একটি ইমেইলে এপস্টাইন তার সহ-ষড়যন্ত্রকারী গিসলাইন ম্যাক্সওয়েলের কাছে ২০১১ সালের এপ্রিলে অভিযোগ করেছিলেন যে ট্রাম্প দীর্ঘদিন ধরে একজন নিন্দিত অর্থদাতার যৌন পাচারের শিকার নারীর সাথে জড়িত ছিলেন।

বার্তাটিতে লেখা আছে.

“আমি চাই আপনি বুঝতে পারেন, যে কুকুরটি ঘেউ ঘেউ করেনি সেটি ট্রাম্প.. (ভুক্তভোগীর নাম সংশোধন করা হয়েছে) তার সাথে আমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে, তার কথা কখনো উল্লেখ করা হয়নি।”

তার উত্তরে ম্যাক্সওয়েল লিখেছিলেন, “আমি এটি নিয়ে ভাবছিলাম।”

২০১৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের জীবনীকার মাইকেল উলফকে পাঠানো দ্বিতীয় বার্তায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে ট্রাম্প তাকে ফ্লোরিডার ক্লাব মার-এ-লাগো থেকে পদত্যাগ করতে বলেছিলেন। কিন্তু এপস্টাইন জানিয়েছিলেন, তিনি ‘কখনো ক্লাবের সদস্য ছিলেন না।’ একইসঙ্গে  জানিয়েছেন, ‘অবশ্যই তিনি মেয়েদের সম্পর্কে জানতেন কারণ তিনি গিসলাইনকে থামতে বলেছিলেন।’
 

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ নত ন

এছাড়াও পড়ুন:

নেপালে আকিজ বোর্ড ও আকিজ ডোরের বিজনেস কনফারেন্সে নতুন পণ্য উন্মোচন

আকিজ বশির গ্রুপের শীর্ষ দুই ব্র্যান্ড আকিজ বোর্ড এবং আকিজ ডোর দেশের বোর্ড ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো সফলভাবে আন্তর্জাতিক বিজনেস কনফারেন্সের আয়োজন করেছে। এতে তিনটি পণ্য উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৫’। এই আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, হেড অব সেলস মো. নজরুল ইসলাম, হেড অব প্রোডাকশন শেখ জাকারিয়াসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবারের কনফারেন্সের অন্যতম আকর্ষণ ছিল তিনটি নতুন পণ্য—সিনক্রো, ফাইবারসেম ও আল্টিম্যাটের উন্মোচন। এই তিনটি নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আকিজ বোর্ড আবার তাদের ডিজাইননির্ভর ও প্রযুক্তিনির্ভর সারফেস সলিউশনসে নেতৃত্বের অবস্থান প্রমাণ করেছে।

প্রায় ৩৭০ জন ডিলার, ব্যবসায়িক সহযোগী ও দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত প্রতিনিধিরা একসঙ্গে এই সম্মেলনে অংশগ্রহণ করেন; যা পরিণত হয় ঐক্য, প্রেরণা ও আনন্দের এক মহোৎসবে। কৌশলগত আলোচনা, ব্যবসায়িক দিকনির্দেশনা এবং সংস্কৃতি অন্বেষণের মেলবন্ধনে এই আয়োজন শুধু একটি কনফারেন্স নয়, বরং হয়ে ওঠে স্মরণীয় এক অভিজ্ঞতা।

সম্পর্কিত নিবন্ধ