সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এ বিক্ষোভ করেন তারা। তবে পুলিশের দাবি অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।

আরো পড়ুন:

আশুলিয়ার সড়কে ৪ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

জেলায় জেলায় প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ

বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘জুলাই স্মৃতি স্তম্ভে আগুন কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি স্লোগান দেন তারা।

বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার আহ্বায়ক আরাফাত হোসাইন, সদস্য নাজমুল হক রনি, মুজাহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেয়। ঘটনার পর থেকেই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, এক যুবক আগুন জ্বালানোর সময় যুবলীগ ও শেখ হাসিনার নামে শ্লোগান দিচ্ছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার আহ্বায়ক আরাফাত হোসাইন জানান, জুলাই স্মৃতি স্তম্ভে জুলাই যোদ্ধাদের বিপ্লবী শ্লোগান রয়েছে। সাতক্ষীরার চার শহীদের নাম রয়েছে। অথচ সেখানে আগুনে দেওয়া হয়েছে, সেখানে প্রশাসনের কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। সিসি টিভির ক্যামেরার ফুটেজ এখনো উদ্ধার হয়নি। সব মিলিয়ে প্রশাসনের একটি ঢিলেঢালা অবস্থা দেখা যাচ্ছে।

সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরই মঙ্গলবার রাত ১টার দিকে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু অগ্নিসংযোগের কোন নমুনা পাওয়া যাইনি। ঘটনাস্থলের ১৫-২০ হাত দুরে জেলা পরিষদের সিসি ক্যামেরা ও হ্যালোজেন লাইট স্থাপন করা রয়েছে।”

তিনি বলেন, “বিষয়টি সার্বিকভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।”

ঢাকা/শাহীন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন স তম ভ

এছাড়াও পড়ুন:

নেপালে আকিজ বোর্ড ও আকিজ ডোরের বিজনেস কনফারেন্সে নতুন পণ্য উন্মোচন

আকিজ বশির গ্রুপের শীর্ষ দুই ব্র্যান্ড আকিজ বোর্ড এবং আকিজ ডোর দেশের বোর্ড ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো সফলভাবে আন্তর্জাতিক বিজনেস কনফারেন্সের আয়োজন করেছে। এতে তিনটি পণ্য উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৫’। এই আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, হেড অব সেলস মো. নজরুল ইসলাম, হেড অব প্রোডাকশন শেখ জাকারিয়াসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবারের কনফারেন্সের অন্যতম আকর্ষণ ছিল তিনটি নতুন পণ্য—সিনক্রো, ফাইবারসেম ও আল্টিম্যাটের উন্মোচন। এই তিনটি নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আকিজ বোর্ড আবার তাদের ডিজাইননির্ভর ও প্রযুক্তিনির্ভর সারফেস সলিউশনসে নেতৃত্বের অবস্থান প্রমাণ করেছে।

প্রায় ৩৭০ জন ডিলার, ব্যবসায়িক সহযোগী ও দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত প্রতিনিধিরা একসঙ্গে এই সম্মেলনে অংশগ্রহণ করেন; যা পরিণত হয় ঐক্য, প্রেরণা ও আনন্দের এক মহোৎসবে। কৌশলগত আলোচনা, ব্যবসায়িক দিকনির্দেশনা এবং সংস্কৃতি অন্বেষণের মেলবন্ধনে এই আয়োজন শুধু একটি কনফারেন্স নয়, বরং হয়ে ওঠে স্মরণীয় এক অভিজ্ঞতা।

সম্পর্কিত নিবন্ধ