নারায়ণগঞ্জের সদর উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিকদের নিয়ে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের ২নং সভাকক্ষে সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত সকলের অবগতির জন্য সিভিল সার্জন ডা.

আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, আপনাদের নিজ নিজ হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি করতে হবে, যে সকল হাসপাতালের লাইসেন্স হাল নাগাদ নবায়ন করা হয় নাই, সে সকল হাসপাতালের লাইসেন্স দ্রুত নবায়ন করতে হব।

লাইসেন্স বিহীন হাসপাতাল পরিচালনা করা যাবে না। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম নীতি মোতাবেক করতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক হাসপাতাল পরিচালনা, ডেঙ্গু, নরমাল ডেলিভারি, সিজারিয়ান অপারেশনসহ সকল সেবার রিপোর্ট যথা সময়ে সিভিল সার্জন অফিসে প্রেরণ করতে হবে।  

রোগীর অপারেশনের সময় এ্যানেসথেসিয়া কনসালটেন্ট এর সহযোগী হিসাবে চিকিৎসক বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকতে হবে। তাছাড়া হাসপাতালের ফার্মেসিতে  ঔষধ কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রদত্ত স্যাম্পল ঔষধ বিক্রয় করা যাবে না এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা যাবে না।

যথাযথ ভাবে উক্ত নির্দেশনা না মানলে প্রয়োজনে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক’র সঞ্চালনায় সভায় জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সদর উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালের মালিক ও তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স ভ ল স র জন সরক র

এছাড়াও পড়ুন:

আইভীর জামিন স্থগিত, শুনানি ১৭ নভেম্বর

পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বিষয়টি আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

এর আগে, গত রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল অ্যাবসলিউট করে আইভীকে জামিন দেন।

প্রসঙ্গত, গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • কোথাও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ খুঁজে পাই নাই : টিপু 
  • কোথাও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ খুঁজে পাই নাই : টিুপু 
  • কোথাও ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামী লীগ খুঁজে পাই নাই : টিুপু 
  • নাশকতার চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১২ জন গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • না’গঞ্জে বিভিন্ন হাসপাতালে সপ্তাহে একদিন ‘ক্লিনিং ডে’ পালন করা হবে
  • না’গঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • বালিকাদের ব্যাডমিন্টন (অনুর্ধ্ব-১৬) প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • আইভীর জামিন স্থগিত, শুনানি ১৭ নভেম্বর