কিশোরীদের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে ১২ হাজার বাল্যবিবাহ ঠেকানো গেছে: ইউনিসেফ
Published: 12th, November 2025 GMT
ইউনিসেফের ‘স্পোর্টস ফর ডেভেলপমেন্ট’ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ১২ হাজার বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে। বুধবার রাজধানীর ইউনিসেফ হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, খেলাধুলার মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাসী ও নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল। এতে কিশোরীদের খেলাধুলার বিষয়ে সামাজিক গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে বাল্যবিবাহ নিয়ে ইতিবাচক মনোভাব ছিল মাত্র ২৫ শতাংশ মানুষের। ২০২৫ সালে যা বেড়ে ৬৫ শতাংশে দাঁড়িয়েছে।
ইইউ ও ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ সরকার ২০২১ সাল থেকে ‘প্রান্তিক কিশোর-কিশোরী এবং প্রতিবন্ধী শিশুদের অধিকার বৃদ্ধি এবং ক্ষমতায়ন’ কর্মসূচি বাস্তবায়ন করছে।
বাংলাদেশে শিশু সুরক্ষার ক্ষেত্রে বাল্যবিবাহ, শিশুশ্রম ও জন্মনিবন্ধনের কম হার অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এই পরিস্থিতি উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার ও ইউনিসেফ যৌথভাবে ‘চাইল্ড প্রটেকশন কমিউনিটি হাবস’ চালু করে। ২০২১-২২ সালে ২০টি জেলায় ৮৫০টি হাব দিয়ে শুরু হয়ে বর্তমানে দেশের ৬৪টি জেলায় ২ হাজারের বেশি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, ‘আমরা ১২ হাজার বাল্যবিবাহ রোধ করতে পেরেছি, কিশোর-কিশোরীদের স্কুলে ফিরতে দেখেছি। এই কর্মসূচি বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বিনিয়োগ।’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, ‘পরিবার ও সমাজ একসাথে এগিয়ে না আসলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব নয়।’ ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ভবিষ্যতেও এমন ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন স ফ র
এছাড়াও পড়ুন:
গাঁজা সেবনের অভিযোগে রাবির ৬ শিক্ষার্থী আটক
গাঁজা সেবনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় শিক্ষার্থীকে আটক করেছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে তাদের আটক করা হয়।
আরো পড়ুন:
এসএসসি-এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ডিআরইউ
রুয়েট নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
আটক শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তামিম, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাঈম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবিত এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাব্বির ও ইমরান।
এর মধ্যে, আটক তামিম সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।
এ বিষয়ে সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি কাউছার হাবীব বলেন, “আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিনিয়ত খেয়াল রাখছি, কারা গাঁজা সেবনের মতো জঘন্য কাজগুলো করে। আমরা বিভিন্নভাবে তাদের পেয়েছি। কিন্তু হলে মাদক নিয়ে কোনো রকম বিজ্ঞপ্তি না থাকাই আমরা কিছু করতে পারিনি।”
তিনি বলেন, “সোমবার (১০ নভেম্বর) মাদকের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে হল প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এজন্য আমরা আজ (মঙ্গলবার) হল সংসদের সদস্যরা মিলে দেখতে গিয়েছিলাম, কেউ আছে কি না। হঠাৎ আমাদের দেখে তিন-চার জন দৌড়াতে থাকে। তখন আমরা তাদের ধরে প্রাধ্যক্ষ স্যারকে কল দেই। এরপর সহকারী প্রক্টর স্যার আসেন এবং আমরা তাদের পুলিশের হাতে তুলে দেই।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন বলেন, “সোহরাওয়ার্দী হলের ভিপিসহ কয়েকজন গাঁজা সেবনরত অবস্থায় কিছু শিক্ষার্থীকে আটক করে এবং প্রক্টর অফিসে বিষয়টা অবগত করেন। এরপর সেখানে আমরা কয়েকজন গিয়ে আটকদের ওই হলের প্রাধ্যক্ষের কক্ষে জিজ্ঞাসাবাদ করি। তাদের কাছ থেকে গাঁজা ও অন্যান্য নেশাদ্রব্য উদ্ধারের পর তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।”
তাদের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি বলেন, “এটা গুরুতর অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।”
ঢাকা/ফাহিম/মেহেদী