আয়ারল্যান্ডের হাতে আছে ৫ উইকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস ব্যবধানে হার এড়াতে তাদের করতে হবে আরো ২১৫ রান। ৩০১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। গতকাল তৃতীয় দিন শেষে তাদের রান ৫ উইকেটে ৮৬।
উইকেটে বল যেভাবে টার্ন করছে এবং বাংলাদেশের বোলাররা যেই ফর্মে আছে তাতে বড়জোর দ্বিতীয় সেশন পর্যন্ত খেলা গড়াতে পারে। তবে আয়ারল্যান্ডের অসাধারণ কোনো পারফরম্যান্স বাংলাদেশকে জবাব দিলে দিতেও পারে। সেজন্য পাড়ি দিতে হবে লম্বা পথ।
ম্যাচের ভাগ্য, নাটাই বাংলাদেশের হাতেই। আজ শুক্রবার চতুর্থ দিন তারা কেমন করে সেটাই দেখার।
ইনিংস ব্যবধানে জয়ের রেকর্ড কেমন বাংলাদেশের?
১৫৪ টেস্টে বাংলাদেশের জয় ২৩টি। এই ২৩ জয়ের ৩টি বাংলাদেশ পেয়েছে ইনিংস ব্যবধানে। সবচেয়ে বড় জয়টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুরে ২০১৮ সালে ক্যারিবিয়ানদের ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছিল বাংলাদেশ। ২০২০ সালে একই ভেনু্যতে জিম্বাবুয়েকে হারিয়েছিল ইনিংস ও ১০৬ রানে। ৫ বছর পর একই ব্যবধানে জিম্বাবুয়েকে চট্টগ্রামে হারায় বাংলাদেশ। এবার কী আয়ারল্যান্ডের অপেক্ষা?
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এবারের আইপিএল নিলাম কবে, কোথায়
২০২৬ আইপিএলের নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আবুধাবিতে। টানা তৃতীয় বছরের মতো বিদেশে হতে যাচ্ছে আইপিএল নিলাম। ২০২৪ সালে প্রথমবার বিদেশে (দুবাই) আয়োজিত হয় আইপিএলের নিলাম। ২০২৫ মৌসুমের জন্য গত বছরের নভেম্বরে দুই দিনের মেগা নিলাম অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায়।
অন্য সব মিনি নিলামের মতো ২০২৬ আইপিএল নিলাম হবে এক দিনের। ২০২৫ সালের স্কোয়াড থেকে কাকে ছাড়া হবে আর কাকে রাখা হবে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে এর তালিকা ১৫ নভেম্বর ভারতীয় সময় বেলা তিনটার মধ্যে জমা দিতে হবে।
এরপর ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হবে নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা, যেখান থেকে তারা তালিকা করবে। সেই বড় তালিকা ছেঁটে আইপিএল চূড়ান্ত নিলাম পুল তৈরি করবে।
আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ খোলা থাকবে নিলাম শুরুর এক সপ্তাহ আগপর্যন্ত। এটি চালু হয়েছিল গত আইপিএলের পর। নিলাম শেষে ট্রেডিং আবার চালু হবে। সেটি চলবে ২০২৬ আইপিএলের শুরুর এক মাস আগপর্যন্ত। তবে ২০২৬ মৌসুমের নিলামে যাঁদের কেনা হবে, তাঁদের কাউকে কোনো দল ট্রেড (খেলোয়াড় অদলবদল ও নগদ অর্থে অন্য দল থেকে খেলোয়াড় ক্রয়) করতে পারবে না।
আরও পড়ুনদক্ষিণ আফ্রিকা সিরিজে গিলের সামনে ৩ রেকর্ড ৩ ঘণ্টা আগেআইপিএলে এ পর্যন্ত পাঁচ দলের মধ্যে চারটি ট্রেড নিশ্চিত হয়েছে। এর মধ্যে রয়েছে আইপিএল ইতিহাসের সবচেয়ে আলোচিত খেলোয়াড় অদলবদলের ঘটনাও ঘটেছে। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ট্রেডিং প্রক্রিয়াতে দলে পেয়েছে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে। রাজস্থান রয়্যালস থেকে তাঁকে দলে নিতে চেন্নাইয়ের রাজস্থানকে দিতে হয়েছে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনকে।
রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসন ও স্যাম কারেন (বাঁ থেকে)