আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু নিজের সেই প্রতিজ্ঞা রাখতে পারেননি পর্তুগিজ মহাতারকা। ডাবলিনে গতকাল রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২–০ গোলে পর্তুগালের হারের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। দলের হারের পাশাপাশি লাল কার্ডে রোনালদো ও পর্তুগাল বেশ বিপদেই পড়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে কোনো হিসাব ছাড়াই বিশ্বকাপে পৌঁছে যেত পর্তুগাল। কিন্তু আয়ারল্যান্ড ফরোয়ার্ড ট্রয় প্যারটের জোড়া গোলে শেষ পর্যন্ত হারতে হয় পর্তুগালকে। এই হারের পর এখন রোনালদোদের ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে অপেক্ষা করতে হবে গ্রুপপর্বে শেষ ম্যাচ পর্যন্ত। আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বে শেষ ম্যাচটি জিতলে বিশ্বকাপ নিশ্চিত হবে পর্তুগালের।

কিন্তু অঘটনের শিকার হয়ে আর্মেনিয়ার কাছে হেরে গেলে বিপদে পড়তে হতে পারে পর্তুগালকে। তবে পর্তুগাল জিতলে তখন ‘এফ’ গ্রুপ থেকে দ্বিতীয় স্থানের জন্য লড়বে হাঙ্গেরি ও আয়ারল্যান্ড। ‘এফ’ গ্রুপে ৫ ম্যাচে ৩ জয় ১ হার ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি এবং ৭ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আর্মেনিয়া।

আরও পড়ুনআয়ারল্যান্ডে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি রোনালদোর১৮ ঘণ্টা আগে

তবে পর্তুগালের বিশ্বকাপে খেলা নিশ্চিত হলেও কিন্তু বিপদ শেষ হবে না। কারণ লাল কার্ড দেখায় ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে রোনালদোকে। কাল রাতে ম্যাচের ৬১ মিনিটে আইরিশ ডিফেন্ডার দারা ও’শেয়ার পিঠে কনুই মেরে বসায় রোনালদোকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির মাধ্যমে যাচাইয়ের পর সিদ্ধান্ত বদলে যায় এবং রোনালদোকে লাল কার্ড দেখানো হয়। পর্তুগাল তখন ২–০ গোলে পিছিয়ে। ম্যাচের ১৭ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন ট্রয় প্যারট।

পর্তুগালের জার্সিতে ২২৬ ম্যাচে এটি রোনালদোর প্রথম লাল কার্ড। এর আগে ক্যারিয়ারে যে ১২ বার লাল কার্ড দেখেছেন, প্রতিটিই ছিল ক্লাবের জার্সিতে।

রোনালদো লাল কার্ড দেখার পর থেকেই আলোচনা চলছে তিনি কয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। ফিফার নিয়ম অনুযায়ী কনুই মারা, ঘুষি, লাথি কিংবা এ ধরনের আঘাতকে আক্রমণাত্মক ও সহিংস আচরণ হিসেবে ধরা হয়। এসব ক্ষেত্রে ফিফার শাস্তি পরিষ্কারভাবে নির্ধারিত—‘প্রতিপক্ষকে আঘাত করলে কমপক্ষে তিন ম্যাচের নিষেধাজ্ঞা।’

এমন শাস্তি কার্যকর হলে সেটা শুধু বাছাইপর্বে পর্তুগালের শেষ ম্যাচেই প্রভাব ফেলবে না। কমপক্ষে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলে আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচসহ পর্তুগালের পরবর্তী দুটি ম্যাচেও রোনালদোকে দেখা যাবে না। সেক্ষেত্রে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলে এই টুর্নামেন্টের শুরুতে তাঁকে না পাওয়ার শঙ্কাটা থেকেই যাচ্ছে পর্তুগালের। রোনালদোর শাস্তির মাত্রা কেমন হতে পারে, তা জানতে তাকিয়ে থাকতে হচ্ছে ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে।

সতীর্থদের সঙ্গে জোড়া গোল করা প্যারটের (বাঁয়ে) উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ত গ ল র ব শ বক প আর ম ন য়

এছাড়াও পড়ুন:

রোনালদো-এমবাপ্পে-ইয়ামালরা বিশ্বকাপের টিকিট পাবেন কবে

২০২৬ বিশ্বকাপ ফুটবল ৪৮ দলের। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সেই বিশ্বকাপের টিকিট কেটেছে ২৮টি দল। এ মাসের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলবে আরও ১৪টি দল। অন্য ছয়টি দলকে পাওয়া যাবে আগামী মার্চের ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে-অফ শেষে। এ মাসে কোন মহাদেশ থেকে কোন দলগুলো কবে বিশ্বকাপের টিকিট পেতে পারে—ইউরোপ

১২ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি যাবে বিশ্বকাপে। প্লে-অফ পেরিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে আরও ৪টি দেশ। ইউরোপ থেকে এখন পর্যন্ত শুধু ইংল্যান্ডেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। এ মাসে টিকিট নিশ্চিত করবে আরও ১১ গ্রুপ চ্যাম্পিয়ন।

কারা কবে পেতে পারে টিকিট
• ১৩ নভেম্বর ইউক্রেনকে হারালেই ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ নিশ্চিত করবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।
• ১৩ নভেম্বর আয়ারল্যান্ডকে হারালেই বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরি পয়েন্ট হারালে ড্র করেও বিশ্বকাপে যাবে পর্তুগাল।
• ‘আই’ গ্রুপে ইতালি মলদোভাকে হারাতে ব্যর্থ হলে ও নরওয়ে এস্তোনিয়াকে হারালেই ১৩ নভেম্বরই বিশ্বকাপের টিকিট পাবে আর্লিং হলান্ডের নরওয়ে। ইতালি মলদোভার কাছে হারলে এস্তোনিয়ার সঙ্গে ড্র করলেই চলবে ১৯৯৮ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলা নরওয়ে।

১৩ নভেম্বর বিশ্বকাপের টিকিট কাটতে পারে এমবাপ্পের ফ্রান্সও

সম্পর্কিত নিবন্ধ

  • মনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি শ্রেণিতে ভর্তি
  • জবির ভর্তি পরীক্ষা এবার এমসিকিউ পদ্ধতিতে, নেগেটিভ মার্ক বাতিল
  • ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ‘বোঝা হতে চান না’ মেসি
  • রোনালদো-এমবাপ্পে-ইয়ামালরা বিশ্বকাপের টিকিট পাবেন কবে
  • ২০২৬ সালে হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি
  • ১ মাসে ইসরায়েল ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে
  • ১ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলা করার দাবি বইমেলা সংগ্রাম পরিষদের
  • অগ্রণী ব্যাংকে প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা পদে নিয়োগ
  • ‘মেসির চেয়ে রোনালদোর ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি’