Prothomalo:
2025-11-14@06:29:47 GMT

মহেশরা কোথায় পালাবে?

Published: 14th, November 2025 GMT

ব্রাজিলের বেলেমের সিটি পার্কের ‘হ্যাঙ্গার কনভেনশন অ্যান্ড ফেয়ার সেন্টার অব দ্য আমাজন’ এবং ‘ওয়ালডেমার হেনরিক থিয়েটার’–এ শুরু হয়েছে জলবায়ু সম্মেলন।

আমি আছি শহরের বারবোসা নামের একটা বাড়িতে ২৪ দেশের প্রতিনিধিদের সঙ্গে। বাসে সম্মেলনস্থলে আসতে এক ঘণ্টার বেশি লেগে যায়। সম্মেলনের তৃতীয় দিন ১২ নভেম্বর বাসেই পরিচয় হয় তানজানিয়ার জেরমান কোয়াঘে সিডোইয়েকার সঙ্গে। পশুচারণজীবী দাতুগা জনগোষ্ঠীর প্রতিনিধি। জেরমান জানতে চাইলেন বাংলাদেশের কথা।

দক্ষিণ এশিয়ার এক বৃহৎ গোচারণভূমি সিরাজগঞ্জ-পাবনার বাথানের কথা জানালাম। যমুনা অববাহিকায় গড়ে ওঠা ১ হাজার ৬০০ একর বাথানের (তথ্যটি স্থানীয়দের ধারণামতে) গোহালা ও ধলাই নদ–নদীর মৃত্যু, পানির কষ্ট, তাপপ্রবাহ আর বছর–বছর বন্যায় তলিয়ে যাওয়া বাথানের আলাপ শুনে জানালার কাচে হাত রেখে কোথায় যেন তাকালেন জেরমান। বললাম, বাথানের সব গরুর নাম আছে, বাংলা সিনেমার নায়ক-নায়িকার নামে। বাথানের গরুরা রাখালদের ভাষা বোঝে, গরুরাও রাখালদের কথা শোনে।

কিরগিজস্তানের জালাল-আবাদ অঞ্চলে পৃথিবীর বৃহত্তম বুনো আখরোট বন। রাজধানী বিশকেক থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বনের সোনালী ঝরা পাতার ওপর দিয়ে গবাদিপশু চরে বেড়াচ্ছে। বনটি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এ জন্য দায়ী করা হচ্ছে অতিমাত্রায় গবাদিপশুর চারণ, অবৈধভাবে কাঠ সংগ্রহ এবং ক্রমবর্ধমান তাপমাত্রাকে। ২১ অক্টোবর ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুজন তারকার কী বিয়ে করা উচিত, যা বললেন মিথিলা

জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভালোবেসে ঘর বেঁধেছিলেন এই দুই তারকা। ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। তবে কী কারণে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে, তা আজও অজানা। 

কয়েক দিন আগে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন মিথিলা। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, দুজন তারকার কী বিয়ে করা উচিত? জবাবে মিথিলা বলেন, “আমার মনে হয়, এটা আমি জানি না।”  

আরো পড়ুন:

সৃজিতের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন মিথিলা

মিথিলার মুকুটে নতুন পালক

আপনার অভিজ্ঞতা কী বলে বা দুজনেই মেধাবি, দুজনেই অভিনয় করেন, গান করেন। আমি তাহসানের কথা বলছি না। সাধারণভাবে জানতে চাই? সঞ্চালকের প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, “সাধারণভাবে দুজন মানুষ। তারা তারকা হোক বা না হোক। দুজন মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়া অনেক বড় ব্যাপার।” 

খানিকটা ব্যাখ্যা করে মিথিলা বলেন, “দুজন মানুষের বেড়ে ওঠা, দুজনের বাবা-মা, দুজনের সংস্কৃতি, দুজনের বেড়ে ওঠার জায়গা, দুজনের অনুশাসন—সবকিছুই আলাদা। সেই জায়গা থেকে দুজন মানুষ যখন একই ছাদের নিচে থাকার চেষ্টা করে, বিশেষ করে মেয়েটিকে তো অন্য একটা পরিবেশে বা পরিবারে গিয়ে মানিয়ে নিতে হয়, যা খুব সহজ কাজ নয়।” 

দুজন মানুষের এক ছাদের নিচে বসবাসের সিদ্ধান্ত অনেক বড় ব্যাপার। এ তথ্য জানিয়ে মিথিলা বলেন, “দুজন মানুষকে এক ছাদের নিচে থাকা খুব কঠিন কাজ। এটা অনেকটা ভাগ্যের বিষয়। হয়তো দুজনের সামঞ্জ্য হয়ে গেল বা আছে। তবু কখনো কখনো এটা কাজ নাও করতে পারে। দুজন মানুষ আলাদা, তারা দুইরকম জিনিস চাইতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হয়। এটা অনেক কিছু মিলিয়ে…। আমার মনে হয়, তারকা বা তারকা নয়, এর উপরে নির্ভর করে না।”  

“আমাদের (তাহসান-মিথিলা) ব্যাপারটা এত পুরোনো, এত ব্যক্তিগত কথা, যেখানে দুজন মানুষ একসঙ্গে উপস্থিত নেই।  আমার মনে হয় আমরা অন্য ৮-১০টা মানুষের মতোই। অন্য মানুষদের যেমন সমস্যা, সংঘাত যেসব কারণে হতে পারে, একই কারণে আমাদের জীবনেও হয়েছিল। আসলে খুব একটা আলাদা করে বলারও কিছু না।” বলেন মিথিলা।  

তাহসান খানের সঙ্গে সংসার ভাঙার পর প্রায় দুই বছর সিঙ্গেল ছিলেন মিথিলা। ২০১৯ সালের ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। তবে দীর্ঘ সময় একা ছিলেন তাহসান। চলতি বছরের শুরুতে মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ