এমবাপ্পের ৪০০, বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স
Published: 14th, November 2025 GMT
২৬ বছর বয়সেই ক্লাব ও দেশের হয়ে সব মিলিয়ে ৪০০ গোল। ভাবা যায়!
ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসিও এই বয়সে চার শ গোলের দেখা পাননি। যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’–এর মতে, ২৬ বছর বয়সে ৪৭১ ম্যাচ খেলে রোনালদোর গোলসংখ্যা ছিল ২১৩। একই বয়সে মেসির গোলসংখ্যা ছিল ৪৬১ ম্যাচে ৩৪৮টি। এমবাপ্পের সেখানে ছাব্বিশেই ৫৩৭ ম্যাচে হয়ে গেল ৪০০ গোল!
বিশ্বকাপ বাছাইয়ে গতকাল রাতে পার্ক দে প্রিন্সেসে ইউক্রেনের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ফ্রান্স। এই জয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল গতবারের রানার্স আপরা। ম্যাচের ৫৫ ও ৮৩ মিনিটে দুটি গোল করে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ৪০০ গোলের দেখা পান ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে অন্য দুটি গোল মাইকেল ওলিসে ও হুগো একিতেকের।
‘পানেনকা’ পেনাল্টি শটে ম্যাচের প্রথম গোলটি করেন এমবাপ্পে। পরের গোলটি করেন চিপ করে। এ মৌসুমে দেশ ও ক্লাবের হয়ে ২০ ম্যাচে ২৩তম গোল তুলে নিলেন এমবাপ্পে। দ্বিতীয় গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারে তাঁর ৪০০তম গোল। ম্যাচ শুরুর আগে ২০১৫ সালে প্যারিস হামলায় হতাহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে দুই দল।
জয়ের পর এমবাপ্পে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এমব প প
এছাড়াও পড়ুন:
দুজন তারকার কী বিয়ে করা উচিত, যা বললেন মিথিলা
জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভালোবেসে ঘর বেঁধেছিলেন এই দুই তারকা। ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। তবে কী কারণে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে, তা আজও অজানা।
কয়েক দিন আগে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন মিথিলা। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, দুজন তারকার কী বিয়ে করা উচিত? জবাবে মিথিলা বলেন, “আমার মনে হয়, এটা আমি জানি না।”
আরো পড়ুন:
সৃজিতের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনে যা বললেন মিথিলা
মিথিলার মুকুটে নতুন পালক
আপনার অভিজ্ঞতা কী বলে বা দুজনেই মেধাবি, দুজনেই অভিনয় করেন, গান করেন। আমি তাহসানের কথা বলছি না। সাধারণভাবে জানতে চাই? সঞ্চালকের প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, “সাধারণভাবে দুজন মানুষ। তারা তারকা হোক বা না হোক। দুজন মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়া অনেক বড় ব্যাপার।”
খানিকটা ব্যাখ্যা করে মিথিলা বলেন, “দুজন মানুষের বেড়ে ওঠা, দুজনের বাবা-মা, দুজনের সংস্কৃতি, দুজনের বেড়ে ওঠার জায়গা, দুজনের অনুশাসন—সবকিছুই আলাদা। সেই জায়গা থেকে দুজন মানুষ যখন একই ছাদের নিচে থাকার চেষ্টা করে, বিশেষ করে মেয়েটিকে তো অন্য একটা পরিবেশে বা পরিবারে গিয়ে মানিয়ে নিতে হয়, যা খুব সহজ কাজ নয়।”
দুজন মানুষের এক ছাদের নিচে বসবাসের সিদ্ধান্ত অনেক বড় ব্যাপার। এ তথ্য জানিয়ে মিথিলা বলেন, “দুজন মানুষকে এক ছাদের নিচে থাকা খুব কঠিন কাজ। এটা অনেকটা ভাগ্যের বিষয়। হয়তো দুজনের সামঞ্জ্য হয়ে গেল বা আছে। তবু কখনো কখনো এটা কাজ নাও করতে পারে। দুজন মানুষ আলাদা, তারা দুইরকম জিনিস চাইতে পারে। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হয়। এটা অনেক কিছু মিলিয়ে…। আমার মনে হয়, তারকা বা তারকা নয়, এর উপরে নির্ভর করে না।”
“আমাদের (তাহসান-মিথিলা) ব্যাপারটা এত পুরোনো, এত ব্যক্তিগত কথা, যেখানে দুজন মানুষ একসঙ্গে উপস্থিত নেই। আমার মনে হয় আমরা অন্য ৮-১০টা মানুষের মতোই। অন্য মানুষদের যেমন সমস্যা, সংঘাত যেসব কারণে হতে পারে, একই কারণে আমাদের জীবনেও হয়েছিল। আসলে খুব একটা আলাদা করে বলারও কিছু না।” বলেন মিথিলা।
তাহসান খানের সঙ্গে সংসার ভাঙার পর প্রায় দুই বছর সিঙ্গেল ছিলেন মিথিলা। ২০১৯ সালের ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। তবে দীর্ঘ সময় একা ছিলেন তাহসান। চলতি বছরের শুরুতে মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান।
ঢাকা/শান্ত