গলাচিপায় খাসজমির দখল নিয়ে হামলায় আহত ২৪, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
Published: 14th, November 2025 GMT
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় খাসজমিতে তরমুজ চাষকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন। ইজারা পাওয়া জমিতে চাষাবাদ করতে গেলে গতকাল বৃহস্পতিবার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের অভিযোগ, স্থানীয় বিএনপির একাধিক নেতা ও তাঁদের সহযোগীরা এ হামলার সঙ্গে জড়িত। আহত ব্যক্তিদের মধ্যে ১৭ জনকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, গলাচিপা ভূমি প্রশাসন চরবাংলা এলাকার ১৫৫ কৃষকের নামে খাসজমি ইজারা দেয়। ওই জমিতে তরমুজ চাষের জন্য নামতেই চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন এবং চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার একাধিকবার বাধা দেন এবং কৃষকদের মারধর করেন। ঘটনার পর ভুক্তভোগীরা গলাচিপা থানায় অভিযোগ করলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। পরে তাঁরা আদালতে গিয়ে ভবিষ্যতে সংঘর্ষে জড়াবেন না বলে মুচলেকা দেন।
তবে গতকাল দুপুরে কৃষকেরা আবার এসব জমিতে চাষ দিতে গেলে তাঁদের ওপর হামলা হয়। আহত কৃষক জালাল তালুকদার বলেন, ভূমি অফিস থেকে ইজারা পাওয়া জমিতে চাষাবাদ ও ঘর তুলতে গেলে বাকের বিশ্বাস, মতিউর রহমান ও আনোয়ার হাওলাদার নিজেদের লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান। গত শনিবার গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উভয় পক্ষকে নিয়ে জমি ভাগাভাগি করেন। এর মাধ্যমে বিরোধে সমাধান করা হলেও বিএনপির এসব ব্যক্তি গতকাল আবার কৃষকদের ওপর হামলা চালান।
হামলায় অভিযুক্ত চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার বলেন, বিরোধপূর্ণ খাসজমিতে তাঁদের ঘর ছিল। গতকাল সেটি ভেঙে অন্যরা সেখানে ঘর নির্মাণ করছিল। এ কারণে তাঁদের প্রতিহত করা হয়েছে।
তবে হামলা ও মারধরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস। তিনি বলেন, ঘটনার সময় দশমিনা উপজেলায় ছিলেন। তবে হামলার ঘটনাটি তিনি জেনেছেন। এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
এ প্রসঙ্গে গলাচিপা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বলেন, গত শনিবার উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছিল। ওই সময় কৃষকদের বিরোধীপক্ষ অর্থাৎ এই হামলার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হয়। এখন আবার তাঁরাই কৃষকদের মারধর করেছেন, এটি দুঃখজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গলাচিপা থানার ওসি আশাদুর রহমান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ষকদ র গল চ প খ সজম গতক ল
এছাড়াও পড়ুন:
বরগুনায় বাসে আগুন: ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
বরগুনার আমতলীতে স্বর্ণা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আমতলী থানা পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে আমতলী ফেরিঘাট সংলগ্ন রাস্তায় পার্কিং করে রাখা স্বর্ণা পরিবহনের পটুয়াখালী–ব ১১-০০৪৬ নম্বরের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি পুড়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রলীগের পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ সংগঠন আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক পারভেজ খান এবং আমতলী পৌর যুবলীগের সদস্য ও ১১টি মামলার আসামি তম্ময় গাজী। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন আমতলী পৌর ছাত্রলীগের সাবেক সদস্য কাওছার আহমেদ রনি এবং সাবেক ছাত্রলীগ কর্মী ছগির মল্লিক।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান রাইজিংবিডিকে বলেন, “বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে মামলা রুজু হয়েছে।”
ঢাকা/ইমরান/এস