চাঁদপুরের ৫ আসনে এনসিপি প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
Published: 14th, November 2025 GMT
চাঁদপুর জেলার পাঁচটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) দলীয় প্রতীক শাপলা কলির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংগঠনটির প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় হতে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা।
তারা হলেন, চাঁদপুর-১ (কচুয়া) ডা. আরিফুল ইসলাম, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) মোহাম্মদ মিরাজ মিয়া, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) মো.
এসব তথ্য নিশ্চিত করে প্রার্থীদের সবার পক্ষে হাজীগঞ্জ ও শাহরাস্তি আসনের শাপলা কলির বাহক মো. মাহবুব আলম বলেন, “আমি চাঁদপুর-৫ সংসদীয় আসন (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে এনসিপির দলীয় মনোনয়ন সংগ্রহ করেছি। কিন্তু নির্বাচনী লড়াই চালানোর যে আর্থিক সামর্থ্য দরকার, তা আমার নেই। কিন্তু বিশ্বাস করি—টাকায় নয়, মানুষের আস্থা, শুভাকাঙ্ক্ষীদের দোয়া, এবং ঐক্যবদ্ধ সহায়তায় চাঁদপুর-৫ এর মানুষের সঠিক প্রতিনিধি হওয়া সম্ভব।”
তিনি আরো বলেন, “আমার এই লড়াই হবে আত্মত্যাগের ও ন্যায়ের পক্ষে। আমি বিনীতভাবে আপনাদেরকে আমার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা সবাই মিলে গড়বো বাংলাদেশ।”
ঢাকা/অমরেশ/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আসুন, ক্ষমতাপ্রেমিকদের বাংলার মাটি থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘এ দেশে আমরা ক্ষমতাপ্রেমিক দেখেছি, দেশপ্রেমিক দেখি নাই। আসুন, আমরা সকলে মিলে ক্ষমতাপ্রেমিকদের বাংলার মাটি থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি।’
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব জেবি সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখা আয়োজিত তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু আমরা ইসলামি আদর্শের শাসন এখনো দেখি নাই। ৫ আগস্টের পর দেশে ইসলামি শক্তির উত্থান হয়েছে। এটাকে কাজে লাগাতে না পারলে আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে। মানুষের জানমাল ও ইজ্জত রক্ষার দায়িত্ব পালন করতে হবে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে হাজার হাজার মা–বোন সন্তানহারা হয়েছে। আয়নাঘর হয়েছে। সেখানে অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছে। খুন-গুম হয়েছে—যা ইতিহাসে বিরল। তাদের পরিচয় আমরা পেয়েছি। চাঁদাবাজের জন্য, লুটতরাজের জন্য, মাঠ দখলের জন্য গণ-অভ্যুত্থান হয় নাই।’
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমদ। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন দলের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সহসভাপতি মাওলানা আফসার উদ্দিন।