বিশ্ব ডায়াবেটিস দিবসে আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে রাজধানীর হাতিরঝিলে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়।

ম্যারাথনে অংশ নেন দেশের প্রথিতযশা এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ, এন্ডোক্রাইনোলজিসহ বিভিন্ন বিষয়ের শিক্ষার্থী ও জনসাধারণ। প্রায় এক হাজার অংশগ্রহণকারী গোটা হাতিরঝিল ঘুরে ম্যারাথন শেষ করেন।

এই আয়োজন উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি চিকিৎসক ফারিয়া আফসানা বলেন, সাধারণ মানুষকে শরীর চর্চা ও নিয়মিত হাঁটায় উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন। তিনি অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতি বছরই ডায়াবেটিস দিবস উপলক্ষে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম করা হবে।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ফারুক পাঠান তাঁর বক্তব্যে বলেন, কেবল ডায়াবেটিস রোগীরা নয়, সুস্থ থাকতে ও ডায়াবেটিসসহ সব অসংক্রামক রোগ প্রতিরোধ করতে সবাই মিলে হাঁটুন। প্রতিদিন হাঁটুন।

ম্যারাথন শেষে চিকিৎসক ও সাধারণ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপদের পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাই পেয়েছেন মেডেল ও সার্টিফিকেট।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে সহযোগী হিসেবে ছিল অপসোনিন ফার্মা এবং ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল আলট্রা ক্যাম্প রানার্স।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভাষা সৈনিক এম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া

বৃধবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের পিতা ভাষা সৈনিক মরহুম আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর শহরের আলম খান লেনস্থ আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম আবু বকর সিদ্দিকীর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীরা।এছাড়া আরও উপস্থিত ছিলেন-  নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ,বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু,এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন,সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি,সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ,রফিকুল ইসলাম রফিক,আমির হোসেন স্মিথ,কাজী ইসলাম মিয়াসহ নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ এবং ব্যবসায়িক,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মরহুম  আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকিতে তার বড় ছেলে শহিদ বাঙ্গালী ও ৪র্থ ছেলে অ্যাড.মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জবাসীর কাছে পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া  প্রার্থনা করেন।প্রসঙ্গত, জীবদ্দশায় মরহুম এম আবু বকর সিদ্দিক ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারাবরণ করেন।

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে নারায়ণগঞ্জে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এরপর যুক্তফ্রন্টের বিপর্যয়ের পর তিনি রাজনৈতিক কর্মকাÐ থেকে নিজেকে সরিয়ে নেন। সেসময়ে তার রচিত একমাত্র রাজনৈতিক উপন্যাস “আবার সূর্য উঠবে” পাঠক সমাজে বিপুল সমাদৃত হয়েছিল।

তিনি ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সভাপতি,মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালে প্রথম আহ্বায়ক কমিটির সদস্য  ছিলেন এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ধান-চাল মিলস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে ১২ নভেম্বর ৭৫ বৎসর বয়সে তিনি মৃত্যুবরন করেন।   

 

সম্পর্কিত নিবন্ধ

  • স্মৃতির পাতায় ‘প্রীতি–উপহার’
  • ঠিকায় কাজ করা পোশাক কারখানাও প্রণোদনা পাবে
  • ঝিনাইদহে বাফুফের সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর
  • আগামীকাল ঢাকায় মাথাল শোভাযাত্রা করবে গণসংহতি আন্দোলন
  • প্রেম-ট্রেমে নেই, সরাসরি বিয়েটাই করব: পারসা ইভানা
  • নারায়ণগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও ফ্রী মেডিকেল ক্যাম্প
  • রাশিয়ায় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, শিক্ষার্থীদের করতে হবে নিবন্ধন
  • ভাষা সৈনিক এম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া
  • সিএসএমই তহবিল পরিচলনায় ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের যোগ্যতায় ছাড়