ঝিনাইদহ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাসের জাহেদী
Published: 14th, November 2025 GMT
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাফুফের বর্তমান সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
নাসের জাহেদী ঝিনাইদহের প্রয়াত ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার বড় ছেলে। তিনি রেডিয়েন্ট গ্রুপ ও জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সক্রিয়তায় ঝিনাইদহ ২ আসনটি বর্তমানে আলোচিত। এ আসনে জেলা জামায়াতের আমির আলী আজম মোঃ আবু বকর প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া জেলা বিএনপি সভাপতি অ্যাাডভোকেট এমএ মজিদ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা প্রস্তুতি নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়া সংস্থায় নাসের শাহরিয়ার জাহেদীর নেতৃত্ব দেওয়ার ঘটনায় তিনি এ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
এ দিকে, নাসের জাহেদীকে অনেকে আওয়ামী ঘরানার বললেও এ নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে মতভেদ রয়েছে।
এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জমান বলেন, “নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত এমপি আব্দুল হাই অনেকটা জোর করেই আওয়ামী লীগে নাম লিখিয়েছিলেন। তবে, মহুল সাহেব দলীয় কোনো কার্যক্রমে অংশ নিতেন না।’’
আসাদুজ্জামান আরো বলেন, “২০২২ সালের পৌরসভা নির্বাচনে মহুল সাহেবের ভাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। সেসময় দলের একাংশের নেতাকর্মীরা তার বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।’’
এ সময় তার ছোট ভাইয়ের উপর হামলা হলে তিনি ক্ষুব্ধ হয়ে ২০২২ সালের জুন মাসে দল থেকে পদত্যাগ করেন বলে জানান মোহাম্মদ আসাদুজ্জমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে নাসের জাহেদীর প্রার্থী হওয়ার খবরে তার সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ঢাকা/তারা//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বতন ত র প র র থ ঝ ন ইদহ ২ আসন আওয় ম
এছাড়াও পড়ুন:
এফএম রেডিও নীতিমালা লঙ্ঘন করছে কি না দেখতে রেগুলেটরি কমিটি
বেসরকারি মালিকানাধীন বেতারকেন্দ্র (এফএম রেডিও) স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘিত হচ্ছে কি না-সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ‘জাতীয় রেগুলেটরি কমিটি’ গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
‘বেসরকারি মালিকানায় এফএম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০২২’ অনুযায়ী এ কমিটি গঠন করে মঙ্গলবার (১১ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরো পড়ুন:
দিল্লির বোমা হামলায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা
সাংবাদিক শামছুলের বিরুদ্ধে করা উদ্দেশ্যপ্রণোদিত জিডি প্রত্যাহার দাবি
ছয় সদস্যের এ কমিটিরি সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রচার) কমিটির সদস্য সচিব।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রুমেল, শিল্পকলা একাডেমির পরিচালক ড্যানিয়েল আফজালুর রহমান, রেডিও ফূর্তির উপ-মহাব্যবস্থাপক রাহাত মাহমুদ খান ও বিআরটিসির একজন প্রতিনিধি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বেসরকারি মালিকানায় এফ এম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০২২’ এর অনুচ্ছেদ ১৮(৫), (৬) ও (৭) অনুসারে ‘জাতীয় রেগুলেটরি কমিটি’ গঠন করা হলো।
কমিটি বেসরকারি মালিকানাধীন বেতার চ্যানেল স্থাপনে কারিগরি উপ-কমিটি থেকে সুপারিশকৃত প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করে সরকারের অনুমোদনের জন্য পেশ করবে।
সম্প্রচার সংক্রান্ত আইন-কানুন ও বিধি-বিধান পর্যালোচনা করা এবং বেসরকারি মালিকানাধীন বেতারকেন্দ্র পরিচালনায় সময়োপযোগী সংশোধনী সম্পর্কে পরামর্শ দেবে এ কমিটি।
এছাড়া কারিগরি উপ-কমিটি এবং মনিটরিং কমিটির রিপোর্ট পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, বেসরকারি মালিকানাধীন বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘিত হচ্ছে কি না সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে রেগুলেটরি কমিটি।
ঢাকা/আসাদ/সাইফ