ইনিংস ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ
Published: 14th, November 2025 GMT
তাইজুল ইসলামের বলটা ব্যারি ম্যাকার্থির ব্যাট ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। আউট নিয়ে ছিলেন বেশ আত্মবিশ্বাসী লিটন। স্লিপে দাঁড়ানো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন রিভিউ নেন সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে। ক্রিকেটারদের জটলার চোখটাও সঙ্গে সঙ্গে চলে যায় স্টেডিয়ামের বড় স্ক্রিনে। সেখানে লাল রঙে লেখা ওঠে, ‘আউট’!
সিলেট টেস্টে আজ চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডকে ২৫৪ রানে অলআউট করে বাংলাদেশ জিতেছে ইনিংস ও ৪৭ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৮৭ রান করে ৩০১ রানের লিড নেওয়ার পরই জয় নিয়ে সংশয়টা প্রায় দূর হয়ে গিয়েছিল।
তৃতীয় দিন শেষ বিকেলে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ফেলার পর কাজটা হয়ে গিয়েছিল আরও সহজ। আজ কতক্ষণ লাগবে জিততে? এই প্রশ্নের উত্তর মেলাতে শেষ পর্যন্ত প্রায় দেড় সেশন লেগে গেছে বাংলাদেশের।
আজ দিনের তৃতীয় বলেই তাইজুল ইসলামের বলে আঙুল তোলেন আম্পায়ার। কিন্তু রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়। মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ছেড়ে আঘাত পান বাংলাদেশের অধিনায়ক নাজমুলও। তাতে জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হয় বাংলাদেশের।
কয়েকবার রিভিউ নিয়ে বেঁচেছেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বালুখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাদেক হোসেন (২০) উখিয়ার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আলমের ছেলে।
উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, “১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি-২৯ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলে সাদেক হোসেন নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। পরে নেটের ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
তিনি আরো বলেন, “জিজ্ঞাসাবাদে সাদেক জানায়, মিয়ানমার থেকে ইয়াবা বহনের জন্য আব্দুর রহিম (৩২) নামে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা পেয়েছিল। আব্দুর রহিমের বিরুদ্ধে বিজিবির করা দুইটি মাদক মামলাও রয়েছে।”
মাদক সরবরাহকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/এস