উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
Published: 14th, November 2025 GMT
কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বালুখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাদেক হোসেন (২০) উখিয়ার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. আলমের ছেলে।
উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, “১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি-২৯ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলে সাদেক হোসেন নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। পরে নেটের ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
তিনি আরো বলেন, “জিজ্ঞাসাবাদে সাদেক জানায়, মিয়ানমার থেকে ইয়াবা বহনের জন্য আব্দুর রহিম (৩২) নামে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা পেয়েছিল। আব্দুর রহিমের বিরুদ্ধে বিজিবির করা দুইটি মাদক মামলাও রয়েছে।”
মাদক সরবরাহকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উখিয়ায় বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক
কক্সবাজারের উখিয়ায় রহিমা (৩০) নামের এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী পলাতক আছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তচ্ছাখালী সেতুর পশ্চিম পাশে দুর্গন্ধের সূত্র ধরে পথচারীরা বস্তার ভেতর মরদেহ দেখতে পান। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রহিমা জালিয়াপালং ইউনিয়নের আমির হোসেনের মেয়ে এবং হলদিয়াপালংয়ের জসিম উদ্দিনের স্ত্রী। স্বজনরা জানিয়েছেন, ৬ নভেম্বর স্বামী জসিম রহিমাকে ঘুরতে যাওয়ার কথা বলে বাবার বাড়ি থেকে নিয়ে যান। এর পর থেকেই রহিমা নিখোঁজ ছিলেন। সেদিন থেকে জসিমও পলাতক।
স্থানীয়দের ধারণা, স্ত্রীকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ফেলে রেখে পালিয়েছে জসিম উদ্দিন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। জসিম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ঢাকা/তারেকুর/রফিক