আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায়, পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল (স্থগিত) করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এক হাজার টাকায় ফুটওভার ব্রিজে অগ্নিসংযোগ, যুবকের স্বীকারোক্তি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকার মাদানী নগর মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াজ হোসেন (৩১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আরো পড়ুন:

খুলনায় ককটেলসদৃশ ৪টি বস্তু উদ্ধার

পুরান ঢাকা থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আটক রিয়াজ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বেহাকৈর এলাকার জাকির হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার ফুটওভার ব্রিজে টানানো বিএনপির ব্যানার ও ফুটওভার ব্রিজে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘‘এক হাজার টাকার বিনিময়ে রিয়াজ ফুটওভার ব্রিজে অগ্নিসংযোগ করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ