রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল বৃহস্পতিবার থেকে আবাসন, নির্মাণ, পানি ও বিদ্যুৎ খাত নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।

এই প্রদর্শনীতে ২০টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটির আয়োজন করেছে সেমস গ্লোবাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয় প্রতিষ্ঠানটি।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম। অতিথিদের মধ্যে ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) উপব্যবস্থাপনা পরিচালক মো.

মুস্তাফিজুর রহমান এবং জিআইজেড বাংলাদেশের স্কিলস ফর এসইয়ের প্রকল্প প্রধান মো. তানভীর মাসুদ।

আয়োজকেরা জানান, প্রদর্শনীতে সব মিলিয়ে পাঁচ শতাধিক বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন রয়েছে। প্রদর্শনীতে ওয়ালটন, এসিআই, রহিমআফরোজ, ওমেরা, এসএসজিসহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের সর্বশেষ পণ্য ও সেবা প্রদর্শন করছে। প্রদর্শনীতে ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশনস, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস ও ৭ম ওয়াটার বাংলাদেশ নামে তিনটি আলাদা আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ট্রান্সমিশন, নবায়নযোগ্য জ্বালানি ও আলোক প্রযুক্তির প্রদর্শনী করা হচ্ছে। বিদ্যুৎ খাত নিয়ে আরও থাকছে সোলার ও নবায়নযোগ্য শক্তির সমাধান এবং জ্বালানি-সাশ্রয়ী আধুনিক আলোকপ্রযুক্তি। আর প্রদর্শনীতে পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনা, বিশুদ্ধকরণ, লবণাক্ততা দূরীকরণ ও স্মার্ট পানি ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

এ ছাড়া প্রদর্শনী চলাকালে পাঁচটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারগুলোতে এসব খাতের বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি নিয়ে বৈশ্বিক প্রবণতা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ দুজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাবিহা (পাঁচ বছর ছয় মাস) গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে এবং মো. মিথু (৩০) আজ শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে মারা যান।

আজ শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সাবিহার বাড়ি নওগাঁ জেলায় আর মিথুর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবিহাকে ৬ নভেম্বর ভোরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সে জ্বর ও কাশিতে ভুগছিল। তার পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যেতে থাকলে তাকে পেডিয়াট্রিক আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে সে মারা যায়। এদিকে মিথুকে গতকাল রাত ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তিনি পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন। ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে তিনি মারা যান। মারা যাওয়া দুজনের ভ্রমণের ইতিহাস ছিল না।

এর আগে গত বুধবার হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১০ মাসের শিশুর মৃত্যু হয়। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৫ জন, চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩৪৭ জন, মারা গেছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ১৬ জন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, ডেঙ্গু রোগকে অনেক সময় অবহেলা করা হয়। অনেকের জ্বর হলে ফার্মেসি থেকে ওষুধ নেন, কোনো পরীক্ষা করান না। পরে পরিস্থিতি যখন অস্বাভাবিক হয়ে ওঠে, তখন হাসপাতালে আনা হয়। তখন আর ওই রোগীকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। গতকাল যাঁরা মারা গেছেন, তাঁরাও তৎক্ষণাৎ চিকিৎসা নেননি।

সম্পর্কিত নিবন্ধ