নাজমুল বললেন, ‘এত ভালো কথা শোনার অভ্যাস নেই’
Published: 14th, November 2025 GMT
‘আপনার ওপরে তো শুধু ব্র্যাডম্যান আর জর্জ হ্যাডলি’—সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার পরই নাজমুল হোসেনকে উদ্দেশ করে বললেন এক সাংবাদিক। তাতে যেন একটু লজ্জাই পেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বিনয়মিশ্রিত কণ্ঠে ‘ক্যারিয়ার সবে তো শুরু...’ বলে বোঝালেন সেটাও।
কিন্তু রেকর্ডের পাতায় ব্যাপারটা সত্যিই। টেস্টে পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পর সেঞ্চুরি করার শতাংশে শুধু এ দুই কিংবদন্তিই নাজমুলের ওপরে। ৩৮ টেস্টে ১৩ বার পঞ্চাশ পেরিয়ে যাওয়া ইনিংসে ৮ বারই সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের নাজমুল, ৬১.
ওয়েস্ট ইন্ডিজের হ্যাডলি ৪০ ইনিংসে সব মিলিয়ে ১৫ বার পঞ্চাশ পেরিয়ে সেঞ্চুরি করেছেন ১০টিতে, শতাংশের হিসাবে তা ৬৬.৬৭। অন্তত ২ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে নাজমুল ও ‘ব্ল্যাক ব্র্যাডম্যানে’র ওপরে আছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান, পঞ্চাশ পেরোনোর পর ৬৯.০৫ শতাংশ ইনিংসেই তিনি পেরিয়েছেন এক শ। টেস্টে তাঁর সেঞ্চুরি ২৯টি।
আরও পড়ুনপ্রথম চার ব্যাটসম্যানের ৮০ ছাড়ানো ইনিংস, পাঁচ ফিফটি—বাংলাদেশের যত রেকর্ড১৩ নভেম্বর ২০২৫তবে পঞ্চাশ থেকে এক শতে যাওয়া নিয়ে নাকি খুব একটা চিন্তা করেন না নাজমুল। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টের পর তাঁর দাবি অন্তত তেমনই, ‘চিন্তা করে করি না, চেষ্টা করি যখন থিতু হই, চেষ্টা থাকে যে কীভাবে আমি বড় রান করতে পারি দলের জন্য।’
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আর্জেন্টিনার ম্যাচে ১৯ বছর পর ফিরছে মেসি–স্কালোনির অন্য রকম স্মৃতি
লুয়ান্ডায় অ্যাঙ্গোলার বিপক্ষে বাংলাদেশ সময় আজ রাতে প্রীতি ম্যাচ খেলে বছর শেষ করবে আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এই ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।
আর্জেন্টিনা ও অ্যাঙ্গোলা এর আগেও একবার মুখোমুখি হয়েছে। ২০০৬ সালে ইতালিতে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা দলে ছিলেন লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ১৯ বছর পর এবার তাঁরা অ্যাঙ্গোলার মুখোমুখি হওয়ার সময় পরিচয় একজনের বদলেছে। মেসি এখনো খেলোয়াড় আর স্কালোনি আর্জেন্টিনা দলের কোচ।
২০০৬ সালের মে মাসে অনুষ্ঠিত সেই ম্যাচটিও ছিল প্রীতি ম্যাচ। জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগমুহূর্তে ইতালির সালের্নোয় আফ্রিকান প্রতিপক্ষের মুখোমুখি হয় হোসে পেকারম্যানের দল। আর্জেন্টিনা জিতেছিল ২-০ গোলে। আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন ম্যাক্সি রদ্রিগেজ ও হুয়ান পাবলো সোরিন।
আরও পড়ুনবার্সাকে খুব মিস করেন মেসি, ইউরোপিয়ান ক্যারিয়ারটা কাটাতে চেয়েছিলেন বার্সাতেই ১২ নভেম্বর ২০২৫সালের্নোয় অনুষ্ঠিত সেই ম্যাচে মেসি ও স্কালোনি দুজনই ছিলেন বেঞ্চে। মজার ব্যাপার হলো সেদিন দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে মেসি ও স্কালোনি দুজনই একসঙ্গে বদলি হিসেবে মাঠে নামেন। আর আর্জেন্টিনার বর্তমান সহকারী কোচ রবার্তো আয়ালা মাঠে ছিলেন ম্যাচের শুরু থেকেই।
অ্যাঙ্গোলা পৌঁছেছেন লাওতারো মার্তিনেজরা