দিল্লির বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন নবীর বাড়ি গুঁড়িয়ে দিল ভারতের নিরাপত্তা বাহিনী
Published: 14th, November 2025 GMT
ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় গাড়িচালক উমর নবীর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণের ঘটনায় তাঁকে সন্দেহ করছে ভারতের নিরাপত্তা বাহিনী।
ভারতের নিরাপত্তা বাহিনী আজ শুক্রবার বলেছে, বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরের মধ্যে সন্দেহভাজন চালক উমরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শেষ করা হয়েছে।
দিল্লির গাড়ি বিস্ফোরণ মামলার তদন্ত চলার মধ্যে কাশ্মীর, হরিয়ানা, দিল্লি এবং উত্তর প্রদেশের একাধিক সংস্থা তথ্যের সূত্রগুলো মেলাতে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের একজন মেডিকেল কলেজের অধ্যাপক এবং একজন ছাত্রসহ আরও দুজনকে উত্তর প্রদেশ থেকে আটক করা হয়েছে।
কেন্দ্রীয় মোদি সরকার ফরিদাবাদের আল-ফালাহ ইউনিভার্সিটির সব নথিপত্রের ফরেনসিক নিরীক্ষার নির্দেশ দিয়েছে। সরকারের দাবি, লাল কেল্লার কাছে বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন বেশ কয়েকজন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বা কাজ করতেন।
দিল্লি পুলিশ লাল কেলার কাছে বিস্ফোরিত হওয়া গাড়িটির চালক উমর নবীর শেষ কয়েক ঘণ্টার গতিবিধি পর্যবেক্ষণ করেছে। ৫০টির বেশি সিসিটিভি ফুটেজ ব্যবহার করে তাঁর গতিবিধি চিহ্নিত করা হয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন।
উত্তর প্রদেশসহ ভারতের বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে এমনকি কেন্দ্রীয় মোদি সরকার নানা অজুহাতে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে। সর্বশেষ কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় সন্দেহভাজন মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় মোদি সরকার।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৩০ সেকেন্ডে ভাঙলেন ৬৫ শসা
মানুষ কত অদ্ভুত অদ্ভুত কাণ্ড করেই না বিশ্ব রেকর্ড গড়ে। কেউ লাফিয়ে, কেউ খেয়ে, আবার কেউ ঘুমিয়ে। ডেভিড রাশকে অবশ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রাজা বলা যায়। তিনি তিন শতাধিক বিশ্ব রেকর্ডের মালিক, তাঁর চেয়ে বেশি আর কারও নেই।
এই ডেভিড রাশ এবার ৩০ সেকেন্ডে ৬৫টি শসা ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। এর আগে ৩০ সেকেন্ডে ৫০টি শসা ভাঙার রেকর্ড ছিল।
ডেভিড রাশ গত বছর স্পেন ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তিনি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান এল ওর্মিগুয়েররোতে অংশ নেন। স্পেনের মালাগায় তিনি ক্যামেরার সামনে নতুন এই রেকর্ড গড়েন।
নতুন রেকর্ড গড়ার পর ডেভিড রাশ বলেন, তিনি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (এসটিইএম) শিক্ষার প্রচারের লক্ষ্যে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং নতুন রেকর্ড গড়ার চেষ্টা করেছেন। এখন পর্যন্ত তিনি যত রেকর্ড গড়েছেন, সবই বিজ্ঞানভিত্তিক এবং সারা জীবন তিনি এসটিইএম শিক্ষার গুরুত্ব প্রচার করতে নতুন নতুন রেকর্ড গড়ার চেষ্টা করেন এবং এ চেষ্টা করে যাবেন।
রাশ আরও বলেন, ‘আমি শিক্ষার্থীদের এবং যাঁরা এই অনুষ্ঠান দেখছেন, তাঁদের দেখাতে চাই, এসটিইএম শিক্ষাও হতে পারে উত্তেজনাপূর্ণ, হাতে-কলমে এবং কখনো কখনো একটু উন্মাদের মতো। হোক সেটা রোবট তৈরি করা, সেন্সর ডিজাইন করা কিংবা হ্যাঁ, এটা হতে পারে বিশ্ব রেকর্ডের গতিতে শসা ভাঙা। এসবই সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত।’
ডেভিড রাশ একজন লেখক, বক্তা এবং প্রযুক্তিশিল্পের অভিজ্ঞ ব্যক্তি। তিনি এমআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেছেন। তাঁর এমবিএ ডিগ্রি আছে। তিনি কেটিভিবির ইনোভেটিভ এডুকেটর এবং এলএ উইকলির শীর্ষ ১০ বক্তার একজন। তিনি আইডাহোর বিজনেস রিভিউর অ্যাকমপ্লিশড আন্ডার ৪০ পুরস্কারপ্রাপ্ত। তাঁর বয়স ৩৮ বছর। যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড রাশ ২০২৪ সালের ১৬ অক্টোবর এই রেকর্ড গড়েছিলেন।