গাজীপুরে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
Published: 14th, November 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় পার্ক করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। তবে বাসের সব আসন পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার বক্তারপুর এলাকার সমাহার কারখানার পাশেই ইতিহাস পরিবহনের বাসগুলো পার্ক করে রাখা হয়। এখান থেকেই প্রতিদিন বাসগুলো চন্দ্রা হয়ে মিরপুর রুটে চলাচল করে। গতকাল দিনে চলাচল শেষে রাত প্রায় ১০টার দিকে বাসটি সেখানে পার্ক করে রাখা হয়। গভীর রাতে দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে বাসে উঠে আসনে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আগুন দেখে আশপাশের লোকজন দৌড়ে এসে নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইতিহাস পরিবহনের কর্মী মনির হোসেন বলেন, তিনি রাতে অন্য একটি বাসে শুয়ে ছিলেন। তিনি দেখেন দুটি মোটরসাইকেল এসে বাসস্ট্যান্ডের পাশে দাঁড়ায়। হঠাৎ চারজন একটি বাসের মধ্যে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, ‘আমরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। আগুনে বাসের আসনগুলো পুড়ে গেছে।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারত যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আগামী ১৯–২০ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কলোম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আঞ্চলিক ফোরামে অংশগ্রহণের জন্য ড. রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
আরো পড়ুন:
শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব
দিল্লির বোমা হামলায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিভিন্ন আঞ্চলিক সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। চলতি বছরের এপ্রিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ার নির্বাচিত হন। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার জন্যও কাজ করছেন।
এর আগে, ড. রহমান চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না–ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। নয়াদিল্লিতে কলোম্বো সিকিউরিটি কনক্লেভে তার অংশগ্রহণ সরকারের পারস্পরিক লাভজনক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টার ধারাবাহিকতা। খবর বাসসের।
ঢাকা/এসবি