শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। দূর দেশে হোটেল বয়ের চিঠি পেয়ে মুগ্ধতা প্রকাশ করলেন এই অভিনেত্রী।
দীঘি বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন। সেখান থেকে একটি চিঠির ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই অভিনেত্রী। তাতে লেখা—“আপু, আপনার সাথে দেখা করতে পারব?” নিচের অংশে ইংরেজি হরফে লেখো, “রুম অ্যাটেনডেন্ট।”
আরো পড়ুন:
পূজার ফটোশুটে দীঘি, রূপের আভায় সঙ্গী জিলানী-রাতুল
শাকিব খানকে নিয়েও ট্রল হয়: দীঘি
এ চিঠির ক্যাপশনে দীঘি লেখেন, “সকালবেলা হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলে গিয়েছিলাম আমার রুমটা যেন ক্লিন করে রাখে। অনেক হাঁটাহাঁটি করে দুই হাত ভর্তি শপিং করে রুমে ঢুকে দেখি আমার রুমে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যে রুম ক্লিন করেছিল, উনি বাঙালি।”
মুগ্ধতা প্রকাশ করে দীঘি লেখেন, “এই ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এইভাবে একটু দেখা করতে চাচ্ছে, ব্যাপারটা খুব মিষ্টি লাগল। এই নোটটার মাধ্যমে আবারো নতুন করে উপলদ্ধি করলাম ভালোবাসা এখনো চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তদের জন্য এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তাদের এই ভালোবাসাটা আজীবন চলমান থাকুক।”
দীঘির এই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে প্রায় সাড়ে ৭ হাজার। মন্তব্য পড়েছে আড়াই শতাধিক। বারিশ হক লেখেন, “অবশ্যই তোমার দেখা করা উচিত।” জোবায়ের লেখেন, “খুব ভালো লাগল।” আলী হোসেন লেখেন, “সুন্দর শিল্পীদের নরম মনের মানুষ হতে হয়।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়: কাদের সিদ্দ
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘‘জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা ঠিক হয়নি। এটা প্রতিহতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা তো একতরফা কাজ।’’
শুক্রবার (১৪ নভেম্বর) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘‘বিএনপি ভালো-খারাপ যাই হোক প্রচুর মানুষ রয়েছে। কিন্তু একতরফা নির্বাচন হলে ভালো হবে না। গুরুত্বসহকারে কাজ করলে কোনো ঝুঁকি নেই। কিন্তু আগে থেকেই যদি পরিকল্পনা করে রাখা হয়, নিজেদের ইচ্ছে মত ফলাফল বের করবেন; তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে।’’
ঢাকা/কাওছার/রাজীব