জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আগামী ১৯–২০ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কলোম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আঞ্চলিক ফোরামে অংশগ্রহণের জন্য ড. রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

আরো পড়ুন:

শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব

দিল্লির বোমা হামলায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিভিন্ন আঞ্চলিক সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। চলতি বছরের এপ্রিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ার নির্বাচিত হন। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার জন্যও কাজ করছেন।

এর আগে, ড.

রহমান চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না–ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। নয়াদিল্লিতে কলোম্বো সিকিউরিটি কনক্লেভে তার অংশগ্রহণ সরকারের পারস্পরিক লাভজনক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টার ধারাবাহিকতা। খবর বাসসের।

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়: কাদের সিদ্দ

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘‘জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা ঠিক হয়নি। এটা প্রতিহতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা তো একতরফা কাজ।’’

শুক্রবার (১৪ নভেম্বর) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘‘বিএনপি ভালো-খারাপ যাই হোক প্রচুর মানুষ রয়েছে। কিন্তু একতরফা নির্বাচন হলে ভালো হবে না। গুরুত্বসহকারে কাজ করলে কোনো ঝুঁকি নেই। কিন্তু আগে থেকেই যদি পরিকল্পনা করে রাখা হয়, নিজেদের ইচ্ছে মত ফলাফল বের করবেন; তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে।’’

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ