বন্দরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) বর্ণাঢ্য র‌্যালি ও বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে বন্দরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় কর্মসূচী পালিত হয়। 

এবছরের প্রতিপাদ্য ‘কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন’। পরে বাদ্য বাজানা ও মোটরসাইকেলের বহর সহকারে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর শহীদ মিনারের সামনে গিয়ে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা হয়। 

লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও  নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখার সভাপতি ডা: ফারুক হোসেন। র‌্যালিতে নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখা, লায়ন্স ক্লাব নারায়ণগঞ্জ গ্রেটার ও লিও ক্লাব নারায়ণগঞ্জ গ্রেটার, বন্দর সোনালী অতীত ক্লাব, সমমনা প্লাটফর্ম, বিসমিল্লাহ সমবায় সমিতি, ফারিয়া বন্দর শাখা, ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেয়।

ডা.

ফারুক হোসেন বলেন, একটি পরিবারের কর্মক্ষম ব্যাক্তি ষদি ডায়াবেটিসে আক্রান্ত হয় তাহলে তার বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কর্মক্ষেত্রে ডায়াবেটিসের ঝূঁকি সম্পর্কে জানতে হবে।

আমাদের পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটার অভ্যাস, কায়িক পরিশ্রম, সচেতনতার মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। তাই ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে ডায়াবেটিস সম্পর্কে জানার কোন বিকল্প নেই।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সাবেক মেয়র আইভীর ৫ মামলার গ্রেপ্তার শুনানি পেছালো 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যা মামলা সহ মোট পাঁচটি মামলায় গ্রেপ্তার শুনানি পিছিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ মামলাগুলোর শুনানি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের “লকডাউন” কর্মসূচির কারণে তা পেছানো হয়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে আসামিকে আদালতে আনা সম্ভব হয়নি। ফলে শুনানির জন্য প্রসিকিউশন দাঁড়াতে পারেনি।

পরে সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তারিখ পিছিয়ে ১৮ নভেম্বর শুনানির তারিখ ধার্য্য করে আদেশ দেন। ওইদিন আসামিকে ভার্চুয়ালি যুক্ত করা হতে পারে।

এর আগে গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে গত ৬ মাস ধরে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি। পরে পরে আরও চারটি মামলায় তাকে “শ্যোন অ্যারেস্ট” দেখায় পুলিশ।

তার আগে, গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি  মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।

ওইদিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে। একই সাথে পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে।

আদালত পাঁচটি মামলাতেই “শ্যোন অ্যারেস্ট”- এর আবেদনের প্রেক্ষিতে ১৩ নভেম্বর শুনানির তারিখ ধার্য্য করে। যা পেছানো হয়েছে।

এদিকে, পাঁচ মামলায় আইভীকে জামিন দিয়ে হাইকোর্টের আদেশ গত ১২ নভেম্বর স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জামায়াতের মনোনীত প্রার্থী মাও. জব্বারের নির্বাচনী মোটর সাইকেল শোডাউন
  • এক হাজার টাকায় না’গঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে আগুন, আটক ১
  • এক হাজার টাকায়  না’গঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে আগুন, আটক ১
  • ১ হাজার টাকায়  না’গঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে আগুন, আটক
  • এক হাজার টাকায় ফুটওভার ব্রিজে অগ্নিসংযোগ, যুবকের স্বীকারোক্তি
  • হত্যাসহ পাঁচ মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানোর শুনানি পিছিয়ে ১৮ নভেম্বর
  • চলতি নভেম্বর মাসেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • আইভীর ৫ মামলার গ্রেপ্তার শুনানি পেছালো 
  • সাবেক মেয়র আইভীর ৫ মামলার গ্রেপ্তার শুনানি পেছালো