পাকিস্তানের কাছে বিধ্বস্ত বাংলাদেশ, বিশ্বকাপের বাছাইপর্বে ওঠার লড়াই শেষ দ্বিতীয় ম্যাচেই
Published: 14th, November 2025 GMT
পাকিস্তানের দাপুটে হকির সামনে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের হকির দুর্বলতা। মওলানা ভাসানী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছিল ৮–২ গোলে। আজ দ্বিতীয় ম্যাচেও একই চিত্র: লাল–সবুজ বিধ্বস্ত, এবার স্কোরলাইন ৮–০। প্রথম দুটি ম্যাচ হেরে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপ হকি বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে স্বাগতিকেরা। অন্যদিকে পাকিস্তান জায়গা করে নিয়েছে বাছাইপর্বে। ১৬ নভেম্বরের তৃতীয় ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।
বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বে যাবে—এমন স্বপ্ন দেখেননি কেউই। দেখার কথাও নয়। বিশ্ব র্যাঙ্কিংই বলে দেয় পার্থক্য। পাকিস্তান ১৪তম, বাংলাদেশ ২৯তম। সেই ব্যবধান মাঠেও স্পষ্ট। বাংলাদেশ চেয়েছিল সিরিজে যতটা সম্ভব ভালো খেলে অভিজ্ঞতা বাড়াতে। সেই অভিজ্ঞতাই শেষমেশ বড় অর্জন।
মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ছ ইপর ব
এছাড়াও পড়ুন:
নয়াদিল্লিতে শীর্ষ স্তরের নিরাপত্তা বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন খলিলুর রহমান
ভারতের নয়াদিল্লিতে ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য আঞ্চলিক নিরাপত্তা জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ স্তরের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এনএসএ স্তরে সদস্যদেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ভবিষ্যৎ কর্মপন্থা, কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আঞ্চলিক ফোরামে অংশ নেওয়ার জন্য খলিলুরকে আমন্ত্রণ জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থার সভায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। গত এপ্রিলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি সার্ককে পুনরুজ্জীবিত করতেও তিনি কাজ করে যাচ্ছেন।
খলিলুর রহমান এর আগে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না-ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
নয়াদিল্লিতে সিএসসি বৈঠকে তাঁর অংশগ্রহণকে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
গত বছর মরিশাস আয়োজিত সিএসসির অষ্টম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে পঞ্চম সদস্য হিসেবে স্বাগত জানানো হয়। সিএসসিতে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, মরিশাস ও মালদ্বীপ। আর সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নেয়।
২০২০ সালে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যে সামুদ্রিক সহযোগিতার পরিধি বাড়াতে সিএসসি গঠিত হয়। ২০২২ সালে এতে যোগ দেয় মরিশাস।
আরও পড়ুনভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা১৭ ঘণ্টা আগে