ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এমপি পদপ্রার্থী হতে চান দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র কিনেছেন তিনি।  

আরো পড়ুন:

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান ‍উপদেষ্টা

সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে নুসরাত তাবাসসুম বলেছেন, “কুষ্টিয়া-১ আসনে দলীয় প্রার্থী হতে মনোয়নপত্র নিয়েছি।”

নিজের ফেসবুক পেজে মনোনয়নপত্র কেনার তিনটি ছবি পোস্ট করে নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘সকাল সকাল একটি খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার মনোনয়নপত্র নিয়েছি।” 

তিনি আরো লিখেন, “গত সাত-আট বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি। এর মধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে। আমার অসংখ্য সীমাবদ্ধতা। তা সত্ত্বেও অনেক চিন্তা-ভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই।” 

কুষ্টিয়া-১ আসনে বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন। একই আসনে প্রার্থী হচ্ছেন জামায়াতে ইসলামীর মাওলানা বেলাল খান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সমন্বয়ক হাসিবুর রহমান।

ঢাকা/কাঞ্চন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট এনস প ১ আসন এনস প

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ শুরু বৃহস্পতিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে বিতরণ শুরু হবে। চলবে আগামী সোমবার (১৭ নভেম্বর) পর্যন্ত।

বুধবার (১২ নভেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

জবিতে সংঘর্ষ: ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

জবি ছাত্রদলের ২ গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১২

তিনি বলেন, “মনোনয়নপত্র নির্বাচন কমিশনের কার্যালয় থেকে সংগ্রহ ও জমা দিতে হবে। মনোনয়নপত্রের ফি বাবদ কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।”

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হয়। বুধবার (১২ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।

১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৪ থেকে ২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে। এরপর ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন করা হবে।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর। প্রার্থীরা ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রত্যাহার করা প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।

সবশেষে আগামী ২২ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিনই ভোটগণনা শেষে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র কিনেছেন নুসরাত তাবাসসুম
  • জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
  • জকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ শুরু বৃহস্পতিবার