আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রয়াত এক আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেছেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিজেএম ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়নে একটি সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে যোগ দেওয়ার আগে বিএনপি প্রার্থী রাগীব রউফ চৌধুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন।

আরো পড়ুন:

রাবিতে জিএস-রেজিস্ট্রার বাকবিতণ্ডা: বিএনপিপন্থি শিক্ষকদের নিন্দা

এআই দিয়ে লকডাউন পালন করেছে আওয়ামী লীগ: এ্যানি

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এরপর থেকে স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকে বলছেন শোভনীয় নয়, আবার কেউ কেউ এটিকে নিছক সামাজিক সৌজন্যতা বলে মনে করছেন।

এ বিষয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা পবন বলেন, ‘‘তিনি (রাগীব রউফ চৌধুরী) বাবার কবর জিয়ারত করেছেন, এটা সত্য। তবে, সেই সময় আমরা কেউ উপস্থিত ছিলাম না।’’

ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বলেন, ‘‘যার কবর জিয়ারত করেছেন, তিনি ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগ নেতা। তার ছেলেরা যুবলীগ নেতা, স্বেচ্ছাসেবক লীগ নেতা। আমি মনে করি, বিএনপির প্রার্থী হয়ে আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা শোভনীয় নয়। মানুষ এটাকে খারাপ বলছে।’’

জানতে চাইলে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, ‘‘তিনি (আব্দুর রাজ্জাক) আওয়ামী লীগ নেতা ছিলেন, এটা আমার জানা ছিল না। আমি যত দূর জানি, তিনি জাতীয় পার্টি করতেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। তা ছাড়া অনেক বছর আগেই তিনি মারা গেছেন। সুতরাং, সেই আলোচনা গুরুত্বপূর্ণ নয়। যেহেতু তিনি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন, সেই সৌজন্যতার দিক থেকে তার কবর জিয়ারত করা হয়েছে।’’

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘‘এটা কোনো ইস্যু নয়। এটা সামাজিক সৌজন্যতা।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র গ ব রউফ চ ধ র ব এনপ র উপজ ল আওয় ম

এছাড়াও পড়ুন:

কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং ভোটারদের সামনে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, আমরা নির্বাচিত হই বা না হই—ফতুল্লা বাসীর সুখে–দুঃখে পাশে থাকবো। বহু এমপি নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের পর জনতার কথা ভুলে যান। আমরা সেই ধারার নই।

আমাদের নেতা পীর সাহেব চরমোনাই জনদরদী মানুষ; দেশ, জাতি ও ইসলামের কল্যাণে তিনি আজীবন কাজ করছেন। আমরা তাঁর অনুসারী হিসেবে জনগণের সেবায় নিজেকে নিবেদিত রাখবো ইনশাআল্লাহ।

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব আমান উল্লাহ, কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইন রানা এবং ইউনিয়ন শাখার অন্যান্য দায়িত্বশীল ও তৃণমূল নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ