ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় অটোরিকশার চালক দেলোয়ার মিয়া দিলুকে (৪২) পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে দেলোয়ার মিয়াকে পেটানো হয়। তিনি ওই ইউনিয়নের চাঁনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

আরো পড়ুন:

ছেলে খুনের ঘটনায় মামলা করলেন বিচারক

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরে দেলোয়ার মিয়া তার অটোরিকশা নিয়ে আউলিয়া বাজারে যান। সেখানে অটোরিকশা ঘোরানোর সময় বিল্লাল মিয়ার দোকানের সামনে রাখা মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে বিল্লাল মিয়া শক্ত কাঠ দিয়ে দেলোয়ার মিয়াকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিল্লাল মিয়া পলাতক আছেন। তিনি পাহাড়পুর ইউনিয়নের সান্তামোড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেছেন, বিল্লালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেলোয়ার মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/পলাশ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন অপরাধে আটক ২

বন্দরে বিভিন্ন অপরাধে ২ জনকে আটক  করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার তাজউদ্দিন মিয়ার ছেলে ভূট্টো (৪৫) ও একই উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার রহিমউদ্দিন মিয়ার ছেলে ইউসুফ আলী (৪৮)।

আটককৃতদের  মধ্য ভূট্টোকে পুলিশ আইনের ৩৪ ধারায় ও অপর আটককৃত কাজী ইউসুফ আলীকে ৫৪ ধারায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার অপরাধে তাদেরকে আটক করা হয়।   
 

সম্পর্কিত নিবন্ধ