জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি। দেশের অর্থনীতি খারাপ অবস্থার মধ্যে আছে।’

রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জোনায়েদ সাকি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলন শাহবাগ থেকে কাটাবন, হাতিরপুল, বাংলামোটর, মগবাজার, ওয়্যারলেস গেট ও হাতিরঝিল হয়ে কারওয়ান বাজার পর্যন্ত শোভাযাত্রা করে। এতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহনের পাশাপাশি দলীয় প্রতীক ‘মাথাল’ পরে অংশ নেন অনেক নেতা–কর্মী।

জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে, সে জন্য আপনাদের সদা প্রস্তুত, সদা সতর্ক থাকতে হবে এবং সদা চেষ্টা করে যেতে হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘রাষ্ট্রব্যবস্থা এখনো বিপর্যয় কাটিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। আমাদের মৌলিক সংস্কার দরকার। সব হত্যাকাণ্ডের বিচার দরকার। আর এই সবকিছু থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের নির্বাচন দরকার। আমাদের দরকার গণভোট; একই সঙ্গে দরকার সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে।’

‘সুসম্পর্ক চাই, কিন্তু মাথা নত করে নয়’

সমাবেশে জোনায়েদ সাকি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে; কিন্তু জনগণ তা প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম মর্যাদায় দাঁড়াবে। আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু মাথা নত করে নয়। জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত বাংলাদেশ।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলনের বর্ণাঢ্য মাথাল শোভাযাত্রা। শাহবাগের  জাতীয় জাদুঘরের সামনে। ১৪ নভেম্বর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দরক র

এছাড়াও পড়ুন:

না’গঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা ও র‌্যালি

“দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন। 

আইডিইবি জেলা শাখার আয়োজনে উদ্বধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি  মোঃ রমিজ উদ্দিন, মোঃ নূর উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক, এস এম মাসুদ পারভেজ সহ-সভাপতি, প্রকৌশলী মোহাম্মদ নোমান ডিআরও, মোঃ সাখাওয়াত হোসেন অর্থ সম্পাদক, মোঃ হাফিজুর রহমান চাকুরী বিষয়ক সম্পাদক, জনি কুমার পাল গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক, মোঃ আবু বকর সিদ্দিক জনসংযোগ ও প্রচার সম্পাদক, মোহাম্মদ আমিনুল ইসলাম সমাজ কল্যাণ সম্পাদক, আমিনা খাতুন মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ হযরত আলী উপ-বিভাগীয় প্রকৌশলী (অবঃ), মোঃ আব্দুল হাই সহকারী প্রকৌশলী(অবঃ), ইউসুব মিয়া এছাড়াও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও নারায়ণগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্ব ডায়াবেটিস দিবসে হাতিরঝিলে ম্যারাথন
  • স্মৃতির পাতায় ‘প্রীতি–উপহার’
  • আগামীকাল ঢাকায় মাথাল শোভাযাত্রা করবে গণসংহতি আন্দোলন
  • প্রেম-ট্রেমে নেই, সরাসরি বিয়েটাই করব: পারসা ইভানা
  • নারায়ণগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও ফ্রী মেডিকেল ক্যাম্প
  • ভাষা সৈনিক এম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া
  • না’গঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা ও র‌্যালি