ছাত্রকে ‘যৌন নিপীড়নে’ ঢাবি শিক্ষক কারাগারে
Published: 14th, November 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগে রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক শিক্ষার্থীর করা মামলায় আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। শিক্ষার্থীরা এর আগে সংবাদ সম্মেলনে এরশাদ হালিমের স্থায়ী বহিষ্কারের দাবি জানান। এখন পর্যন্ত ১২ জন শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষককে সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ট্রাম্পকে ‘চিরস্থায়ী যুদ্ধ’ এর দিকে না যাওয়ার আহ্বান মাদুরোর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আফগানিস্তানের মতো ‘চিরস্থায়ী যুদ্ধ’-এর দিকে না নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ক্যারিবীয় অঞ্চলে আমেরিকান সামরিক শক্তি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মাদুরো এই আহ্বান জানিয়েছেন। শুক্রবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
৬২ বছর বয়সী মাদুরো বৃহস্পতিবার গভীর রাতে সরকারপন্থি সমাবেশে পৌঁছানোর জন্য জনতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সময় বলেন, “আর চিরস্থায়ী যুদ্ধ নয়। আর অন্যায় যুদ্ধ নয়। আর লিবিয়া নয়। আর আফগানিস্তান নয়। শান্তি দীর্ঘজীবী হোক।”
মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি কী বলবেন জানতে চাইলে মাদুরো বলেন, “আমার বার্তা হচ্ছে হ্যাঁ, শান্তি। হ্যাঁ, শান্তি।”
ভেনেজুয়েলার নেতার বক্তব্যের কয়েক ঘন্টা পরে হেগসেথ ভেনেজুয়েলার নেতার উপর আরো চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন। তিনি মাদক-সন্ত্রাসীদের নির্মূলের জন্য অপারেশন সাউদার্ন স্পিয়ার ঘোষণা করেছেন।
যুক্তরাষ্ট্র গত কয়েক মাসে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে মাদক সন্ত্রাসীদের নির্মূলের নামে ২০টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৮০ জনের মতো নিহত হয়েছে। তবে হামলাগুলো ‘মাদকবাহী নৌকায়’ হচ্ছে বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও আদতে মাছ ধরার নৌকাই হামলার শিকার হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
আনুষ্ঠানিকভাবে বিশাল মার্কিন রণতরী মোতায়েনের বিষয়টি ট্রাম্প প্রশাসনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর অংশ এবং ল্যাটিন আমেরিকার মাদক কার্টেলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন এবং ফেন্টানাইল পাচার বন্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে। তবে ভেনেজুয়েলা কোকেন উৎপাদনকারী নয়। কোকেন উৎপাদন ও পাচারের কাজ প্রায় সম্পূর্ণরূপে বলিভিয়া, কলম্বিয়া এবং পেরুতে করা হয়। বিরোধীদের অভিযোগ, ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন ঘটাতে এবং ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকায় নিজেদের প্রভাব সুদৃঢ় করতেই ট্রাম্প প্রশাসন এই কাজ করছে।
ঢাকা/শাহেদ