ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। শুক্রবার নির্বাচন কমিশন নির্বাচনের ফল ঘোষণা করেছে।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, রাজ্যের ২৪৩ আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২০৫টি, মহাগঠবন্ধন পেয়েছে ৩১টি এবং অন্যান্য দলগুলো পেয়েছে ছয়টি আসন। সরকার গঠনের জন্য এনডিএ-এর প্রয়োজন ছিল ১২২টি আসন।
জয় নিশ্চিত হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে বিহারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে এক ভাষণে তিনি বিহারের পর পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জির দলের উৎখাত হবে বলে হুঙ্কার দিয়েছেন।
মোদি বলেছেন, “বাংলা জয়ের পথ প্রশস্ত করল বিহার। বিহারের মতো বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলা হবে।”
কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেছেন,“বিহারের ভোটে আমাদের যত জন জিতেছেন, গত ছয়টা বিধানসভা মিলিয়েও কংগ্রেসের এতোজন জিততে পারেননি। কংগ্রেস হল মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস পার্টি। কংগ্রেসের ভিতর এত নিরাশা যে, দলে নতুন ভাগ তৈরি হচ্ছে। আবার বিভাজন হবে। কংগ্রেসের সঙ্গে যারাই জোট করবে, তাদেরই এর ফল ভুগতে হবে। কংগ্রেস একটা বোঝা হয়ে গিয়েছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া
ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বাদ এশা শহরের চানমারি আলআকসা জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়ার আয়োজন করা হয়।
এসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন, আমিনুল ইসলাম, মাহাবুব হোসেন, মনির হোসেন, বাধন মজুমদার, সেচ্ছাসেবক নেতা মিজান, আলামিন, খোকন, জীবন, আলামিন, আলম, রমজান, সামিরসহ অনেকেই।