শিল্পপতি বাবুলের উদ্যোগে চলছে বিনামূল্যে চিকিৎসা সেবা
Published: 14th, November 2025 GMT
বন্দরে বরাবরের মতই অব্যাহত আছে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল এর আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
প্রতি সপ্তাহের শুক্রবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পরেশ সাধুর আশ্রমে আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয় স্থানীয় জনসাধারণের মাঝে।
১৪ নভেম্বর শুক্রবারও এর ব্যাতিক্রম হয়নি। দিনব্যাপী এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের আয়োজন করেন আবু জাফর আহমদ বাবুল।
সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন মানুষ চিকিৎসা নিতে আসেন। অল্টারনেটিভ মেডিসিন সোসাইটির চেয়ারম্যান ডা.
আয়োজনস্থলে উপস্থিত রোগীদের সাধারণ রোগের চিকিৎসা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং জরুরি ওষুধপত্র সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়। এর পাশাপাশি, স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দেওয়া হয়।
এই প্রসঙ্গে আয়োজক আবু জাফর আহমেদ বাবুল বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। সমাজে কেউ যেন শুধুমাত্র অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, এই ভাবনা থেকেই আমরা নিয়মিতভাবে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।”
স্থানীয় বাসিন্দারা আবু জাফর বাবুলের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, এই ধরনের সেবার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ, বিশেষ করে যারা নিয়মিত চিকিৎসা খরচ বহন করতে পারেন না, তারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। ভবিষ্যতে এ ধরনের ‘ফ্রি মেডিকেল সার্ভিস’ অব্যাহত রাখার দাবিও জানান তারা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ট্রাম্পকে ‘চিরস্থায়ী যুদ্ধ’ এর দিকে না যাওয়ার আহ্বান মাদুরোর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আফগানিস্তানের মতো ‘চিরস্থায়ী যুদ্ধ’-এর দিকে না নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ক্যারিবীয় অঞ্চলে আমেরিকান সামরিক শক্তি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মাদুরো এই আহ্বান জানিয়েছেন। শুক্রবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
৬২ বছর বয়সী মাদুরো বৃহস্পতিবার গভীর রাতে সরকারপন্থি সমাবেশে পৌঁছানোর জন্য জনতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সময় বলেন, “আর চিরস্থায়ী যুদ্ধ নয়। আর অন্যায় যুদ্ধ নয়। আর লিবিয়া নয়। আর আফগানিস্তান নয়। শান্তি দীর্ঘজীবী হোক।”
মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি কী বলবেন জানতে চাইলে মাদুরো বলেন, “আমার বার্তা হচ্ছে হ্যাঁ, শান্তি। হ্যাঁ, শান্তি।”
ভেনেজুয়েলার নেতার বক্তব্যের কয়েক ঘন্টা পরে হেগসেথ ভেনেজুয়েলার নেতার উপর আরো চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন। তিনি মাদক-সন্ত্রাসীদের নির্মূলের জন্য অপারেশন সাউদার্ন স্পিয়ার ঘোষণা করেছেন।
যুক্তরাষ্ট্র গত কয়েক মাসে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে মাদক সন্ত্রাসীদের নির্মূলের নামে ২০টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৮০ জনের মতো নিহত হয়েছে। তবে হামলাগুলো ‘মাদকবাহী নৌকায়’ হচ্ছে বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও আদতে মাছ ধরার নৌকাই হামলার শিকার হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
আনুষ্ঠানিকভাবে বিশাল মার্কিন রণতরী মোতায়েনের বিষয়টি ট্রাম্প প্রশাসনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর অংশ এবং ল্যাটিন আমেরিকার মাদক কার্টেলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন এবং ফেন্টানাইল পাচার বন্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে। তবে ভেনেজুয়েলা কোকেন উৎপাদনকারী নয়। কোকেন উৎপাদন ও পাচারের কাজ প্রায় সম্পূর্ণরূপে বলিভিয়া, কলম্বিয়া এবং পেরুতে করা হয়। বিরোধীদের অভিযোগ, ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন ঘটাতে এবং ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকায় নিজেদের প্রভাব সুদৃঢ় করতেই ট্রাম্প প্রশাসন এই কাজ করছে।
ঢাকা/শাহেদ