‎বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ‎নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র‌্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছের‌্য

‎‎শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র‌্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র‌্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 

‎এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ র

এছাড়াও পড়ুন:

হত্যাসহ পাঁচ মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানোর শুনানি পিছিয়ে ১৮ নভেম্বর

গত বছর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় কারাবন্দী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যাসহ পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি পিছিয়ে ১৮ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালতে শুনানির নির্ধারিত দিনে এ আদেশ দেওয়া হয়। রাজনৈতিক লকডাউনের কারণে আইভীকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় শুনানি স্থগিত করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান। প্রথম আলোকে তিনি বলেন, সাবেক মেয়র আইভীকে চারটি হত্যা ও পুলিশের ওপর হামলাসহ মোট পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তারা আবেদন করেছেন। শুনানি পিছিয়ে ১৮ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। ছয় মাস যাবৎ তিনি গ্রেপ্তার হয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন। ৯ নভেম্বর উচ্চ আদালতের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ পাঁচ মামলায় তাঁকে জামিন দিয়েছিলেন। পরে ১২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিনের আদেশ স্থগিত করেন।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, উচ্চ আদালত আইভীকে পাঁচ মামলায় জামিনে দিয়েছিলেন। পরে চেম্বার আদালত তাঁর সেই জামিন আদেশ স্থগিত করেন। তাঁকে নতুন করে চারটি হত্যা ও পুলিশের ওপর একটি হামলার ঘটনায় করা মামলাসহ পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। কিন্তু নতুন এই মামলার এজাহারে তাঁর নাম নেই। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁর বিরোধীরা মিথ্যা অভিযোগে নতুন করে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। নতুন মামলাগুলোসহ মোট ১১টি মামলায় তাঁকে জড়িয়ে হয়রানি করা হচ্ছে, যা আইনের শাসন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

গত ৯ মে নারায়ণগঞ্জ নগরের দেওভোগের চুনকা কুটিরের নিজ বাড়ি থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁকে পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্যসহ মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে তদন্ত শেষে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে নতুন করে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন তদন্ত কর্মকর্তারা।

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া
  • মাসুদুজ্জামানের র‌্যালিতে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের অংশগ্রহণ 
  • কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ
  • জামায়াতের মনোনীত প্রার্থী মাও. জব্বারের নির্বাচনী মোটর সাইকেল শোডাউন
  • এক হাজার টাকায় না’গঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে আগুন, আটক ১
  • এক হাজার টাকায়  না’গঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে আগুন, আটক ১
  • ১ হাজার টাকায়  না’গঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে আগুন, আটক
  • এক হাজার টাকায় ফুটওভার ব্রিজে অগ্নিসংযোগ, যুবকের স্বীকারোক্তি
  • হত্যাসহ পাঁচ মামলায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার দেখানোর শুনানি পিছিয়ে ১৮ নভেম্বর