মাঝে মাঝে মনে হয় দীর্ঘকাল বেঁচে আছি কত দিন মৃত্যু আসেনি
আবার মনে হয় এই তো সেদিন শৈশবে পিতামহের অতি ক্লেশে ধরে আনা মাছগুলো
জলে ছেড়ে দিয়ে লাফিয়ে উঠেছি জীবন্ত মাছের মতোই;
এর মাঝে চলে গেছে দেখার বয়স কত...
সময় ক্ষয়ে যাবে ভেবে দেখতে যাইনি রং—গোলপায়গানের গোলাপি পাহাড়ে
বনানীর সবুজ বিস্তার, দেখিনি ক্লান্ত চোখে শূন্য মাঠের ঘুম;
অথবা আদিম পিতারা আমাদের অন্তরের তলে দিয়ে গেছে এমন অসহ-কৃপণ রীতি
কেবল হাঁটু গেড়ে করেছি কামনার ক্ষয়—একা একা গোপনে গোপনে
সময় ছুটেছে তার স্রোতে.
মানুষ তীরের কাছে এসে থেমে গেছে
মিলনের মোহনায় দম ফুরিয়েছে তার;
মানুষ হাজার হাজার রাতি জীবন চেয়েছে, যাপন চেয়েছে রমণীয়
তবু শুধু মৃত্যু-জাগানোর উৎসবে নির্মমভাবে রুদ্ধ হলো সে
তুচ্ছ তার বাসনা পরিসর!
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ জিএম কাদেরের
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
শুক্রবার (১৪ নভেম্বর) এক বিবৃতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই উদ্বেগ প্রকাশ করেন।
আরো পড়ুন:
দল হিসেবে আ.লীগকে বাদ দিতে পারেন না: জিএম কাদের
এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নিন: জিএম কাদের
বিবৃতিতে তিনি বলেন, “সারা দেশে আশঙ্কাজনকভাবে খুন জখম ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। দেশের মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। নদীতে ফেলে দেওয়া লাশের পাশাপাশি জাতীয় ঈদগাহ মাঠের পাশে ২৬ টুকরা লাশের সন্ধান মিলেছে। রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে জখম করা হয়েছে। প্রতিদিন খবরের কাগজে এইরকম হত্যাকাণ্ডের খবর আমাদেরকে উদ্বিগ্ন করে তুলছে।”
বিবৃতিতে জিএম কাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য সরকারের প্রতি আহবান জানান।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ