আইইউবির আয়োজনে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু
Published: 14th, November 2025 GMT
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের (এসবিই) আয়োজনে আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট (আইসিইবিটিএম ২০২৫) শুরু হয়েছে। আজ শুক্রবার ঢাকার ওয়েস্টিন হোটেলে দুই দিনের এই সম্মেলন শুরু হয়।
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম তামিম, সহ-উপাচার্য ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, এসবিই-এর ভারপ্রাপ্ত ডিন রাইসুল আওয়াল মাহমুদ এবং সম্মেলনের জেনারেল চেয়ার মো.
প্রথম দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন হোসেন জিল্লুর রহমান; যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুলের অধ্যাপক জনাথন লিউ; এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব নটিংহামের অধ্যাপক মানিয়াম কালিয়ানান। সেশন চেয়ার হিসেবে অংশ নেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য ফরিদ এ সোবহানী; এবং যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির ডেরেক ওয়েস্টফল।
শিল্প খাতের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত হয় ‘ইন্ডাস্ট্রি টক’ এবং ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ডিসকাশন’ শীর্ষক কয়েকটি আলোচনা। শিক্ষা খাতের প্রতিনিধি হিসেবে অংশ নেন সংযুক্ত আরব আমিরাতের শারজা মেরিটাইম একাডেমির ফেরদৌস সালেহীন; আইইউবিএটির উপাচার্য আব্দুর রব; চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য এম এম নূরুল আবসার; এআইইউবির সহ-উপাচার্য মো. আব্দুর রহমান; এবং রাজাহ রাসিয়াহ (মালয়েশিয়া)।
শিল্প খাতের নেতাদের মধ্যে আরও ছিলেন রহিমআফরোজের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম; পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আহমাদ আহসান; অ্যামচেমের মির্জা সজীব রায়হান; এমসিসিআইয়ের কামরান টি রহমান।
সম্মেলনে যোগ দেন আইসিডিডিআরবির মো. মোশারফ হোসেন; যুক্তরাজ্যের সিআইটিএলের বেন বাভেফপেফে; এবং এমেকা হেনরি এগসন (কানাডা)।
দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ২টি প্যারালাল সেশন, যেখানে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকেরা মোট ৮০টি গবেষণাপত্র উপস্থাপন করেন। পাশাপাশি ছিল একটি পিএইচডি কলোকিয়াম ও পেপার প্রোডিউসিং কর্মশালা, যেখানে পিএইচডি শিক্ষার্থীরা তাঁদের চলমান এবং সমাপ্ত গবেষণাকর্ম উপস্থাপন করেন।
এবারের এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ ১২টিরও বেশি দেশ থেকে আগত ৩০০ শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ভ র স ট উপ চ র য য ক তর রহম ন
এছাড়াও পড়ুন:
আইইউবির উদ্যোগে অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু কাল
আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট’ (আইসিইবিটিএম ২০২৫)।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের (এসবিই) উদ্যোগে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনটি শেষ হবে শনিবার।
শুক্রবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। উদ্বোধনী পর্বে তিনি কি নোট বক্তৃতা করবেন।
শনিবার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন। সম্মেলনে এ ছাড়া উপস্থিত থাকবেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম, এসবিইর ভারপ্রাপ্ত ডিন ও সম্মেলনের অনারারি চেয়ার প্রফেসর রাইসুল আউয়াল মাহমুদ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিমসহ আয়োজক কমিটির সদস্যরা।
সম্মেলনে যা থাকছেএই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টির বেশি দেশ থেকে তিন শতাধিক গবেষক, শিক্ষক ও শিল্প প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে থাকবে ৫টি কি–নোট বক্তব্য, ৮টি ইন্ডাস্ট্রি টক, আমন্ত্রিত অতিথিদের ৩টি সেশন, ২৫টি প্যারালাল সেশন এবং ২টি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি প্যানেল আলোচনা।
মঙ্গলবার আইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানানো হয়।