মেহেরপুর সীমান্তে ১২ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
Published: 14th, November 2025 GMT
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার দুপুরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্র জানায়, সকালে কাজীপুর বিওপি এলাকার ভেতরে ১৪৭ নম্বর সীমান্ত পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বিএসএফ ১২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি খুলনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়া জেলায়। তাঁরা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে।
বিজিবির কাজীপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিনের কাছে ১২ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বিএসএফের কোম্পানি কমান্ডার সাব্বিন্দর সিং। এরপর বিজিবি তাঁদের গাংনী থানায় হস্তান্তর করে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল প্রথম আলোকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে বিএসএফের হস্তান্তর করা ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এসএফ
এছাড়াও পড়ুন:
মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (১৪ নভেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
এ সময় বিজিবির পক্ষে কাজিপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন ও বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাব্বিন্দার সিং উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
সান্ত্বনা বাড়ি ফিরেছেন
৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
বিজিবি সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিদের বাড়ি খুলনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়া জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। বিজিবির কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ওসি বনি ইসরাইল বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে ভারত থেকে ফেরত আসা ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/ফারুক/রাজীব