ধানমন্ডিতে আক্রান্ত নারী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার
Published: 14th, November 2025 GMT
আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন ধানমন্ডি ৩২ নম্বরে মারধরের শিকার সালমা ইসলামকে (৪২) গত বছরের জুলাই মাসের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পুলিশের দাবি, সালমার বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার সাক্ষ্য পাওয়া গেছে। তবে আইনজীবীর মতে, 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় তিনি মব হামলার শিকার হন এবং অন্যায়ভাবে মামলায় আসামি করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিলোত্তমার কণ্ঠে ‘দুঃখ ভালোবেসে’
প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদ অভিনীত জন্ম থেকে জ্বলছি সিনেমার ‘দুঃখ ভালোবেসে’ গানটি গাইলেন তাঁর মেয়ে ও সংগীতশিল্পী তাহ্সিন ফারজানা। তিনি তিলোত্তমা নামে পরিচিত। বুলবুল আহমেদ স্মরণে ‘মহানায়কের গান’-এর দ্বিতীয় মৌসুম নিয়ে এসেছে সিলন টি। গত বৃহস্পতিবার মৌসুমের তৃতীয় গান ‘দুঃখ ভালোবেসে’ প্রকাশ করা হয়। এক দিনের ব্যবধানে গানটির ভিডিও ৪৫ হাজারের বেশি বার দেখা হয়েছে।
গতকাল তিলোত্তমা প্রথম আলোকে জানান, গানটি তাঁর বাবার (বুলবুল আহমেদ) অনেক পছন্দের ছিল। বাবার স্মৃতির স্মরণে গানটি গেয়েছেন তিনি।
আশির দশকের মুক্তিপ্রাপ্ত জন্ম থেকে জ্বলছি পরিচালনা করেছেন আমজাদ হোসেন, ‘দুঃখ ভালোবেসে’ গানটি লিখেছেনও তিনি। আলাউদ্দিন আলীর সুরে গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমীন।