ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনা মূল্যে সেবা মিলবে বারডেমসহ ৩ কেন্দ্রে
Published: 14th, November 2025 GMT
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটির এবারের প্রতিপাদ্য—‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’।
দিবসটি উপলক্ষে আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের (বিআইএইচএস) বিভিন্ন কেন্দ্রে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় সেবা দেওয়া হবে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় রাজধানীতে অনুষ্ঠিত হয় রোড শো ও অবস্থান কর্মসূচি। বারডেম জেনারেল হাসপাতাল থেকে টেনিস ক্লাব পর্যন্ত এই রোড শো কর্মসূচি হয়।
এ কর্মসূচিতে অংশ নেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান, বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো.
এদিন বারডেম হাসপাতালের আউটডোরে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলে রক্তদান কর্মসূচি। এ ছাড়া দিবসটি উপলক্ষে সারা দেশে পোস্টার, লিফলেট, স্টিকার বিতরণের মাধ্যমে চলছে সচেতনতামূলক প্রচারণা।
শনিবার সকাল ১০টায় বারডেম মিলনায়তনে রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন বিইউএইচএসের ইমেরিটাস অধ্যাপক হাজেরা মাহতাব। সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপলক ষ ব রড ম দ বসট
এছাড়াও পড়ুন:
না’গঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা ও র্যালি
“দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন।
আইডিইবি জেলা শাখার আয়োজনে উদ্বধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ রমিজ উদ্দিন, মোঃ নূর উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক, এস এম মাসুদ পারভেজ সহ-সভাপতি, প্রকৌশলী মোহাম্মদ নোমান ডিআরও, মোঃ সাখাওয়াত হোসেন অর্থ সম্পাদক, মোঃ হাফিজুর রহমান চাকুরী বিষয়ক সম্পাদক, জনি কুমার পাল গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক, মোঃ আবু বকর সিদ্দিক জনসংযোগ ও প্রচার সম্পাদক, মোহাম্মদ আমিনুল ইসলাম সমাজ কল্যাণ সম্পাদক, আমিনা খাতুন মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ হযরত আলী উপ-বিভাগীয় প্রকৌশলী (অবঃ), মোঃ আব্দুল হাই সহকারী প্রকৌশলী(অবঃ), ইউসুব মিয়া এছাড়াও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও নারায়ণগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।