চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম হাসান রিয়াদ (২৬)। তিনি একই উপজেলার চরম্বা ইউনিয়নের লুকতার বরপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। সাত মাস বয়সী একটি মেয়েসন্তান রয়েছে তাঁর। লোহাগাড়ার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ফাজিল শেষ বর্ষের ছাত্র ছিলেন রিয়াদ।

নিহত তরুণের খালাতো ভাই মো.

জুনাইদ প্রথম আলোকে বলেন, পড়াশোনার পাশাপাশি বাড়ির পাশে জামছড়ি সেতু এলাকায় একটি দোকানদারি করতেন রিয়াদের। দোকানে মুঠোফোনে আর্থিক লেনদেন সেবা, প্রিন্টিংয়ের কাজ ও ইলেকট্রনিক পণ্য বিক্রি করতেন।

জুনাইদ বলেন, ‘গতকাল রাতে লোহাগাড়া সদর ইউনিয়নের সুখছড়ি গ্রামে আমাদের নানার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চরম্বায় নিজেদের বাড়িতে ফিরছিলেন রিয়াদ। এ সময় একটি ট্রাক উল্টো পথে এসে রিয়াদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহত তরুণের লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বছরের শেষ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ

বিশ্বকাপের বছরে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সময় কাটায়। ২০২৩ বিশ্বকাপের কথাই ধরুন। দশ দলের বিশ্বকাপে লাগাতার ক্রিকেট খেলে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সময় কাটিয়েছিল। এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০ আন্তর্জাতিক ম‌্যাচ খেলেছে দুই বছর আগে। যেখানে জয় পেয়েছিল সর্বোচ্চ ২৪টিতে।

এ বছরও তেমন কিছুই হওয়ার কথা ছিল। যদি না- বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ (ভারতের বিপক্ষে) স্থগিত না হতো এবং চ‌্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ বেশি সময় কাটাত। এখন পর্যন্ত ৪৬ আন্তর্জাতিক ম‌্যাচ খেলেছে বাংলাদেশ।

আজ আয়ারল‌্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম‌্যাচ। ৪৭ ম‌্যাচের বছর কাটাতে যাচ্ছে বাংলাদেশ। যা লাল-সবুজের প্রতিনিধিদের ব‌্যস্ত সূচির দ্বিতীয় সর্বোচ্চ। এ বছর ৪৬ ম‌্যাচে বাংলাদেশ ২০টিতে জিতেছে।

আয়াল‌্যান্ডের বিপক্ষে ম‌্যাচ আজ বাংলাদেশের ‘ফাইনাল’। তিন ম‌্যাচ সিরিজে ১-১ সমতা। যারা আজ জিতবে তারাই জিতে নেবে সিরিজ। এর আগে আয়ারল‌্যান্ডের বিপক্ষে ২০১২ ও ২০২৩ সালে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ লিটনদের তৃতীয় সিরিজ জয়ের অপেক্ষা। অন‌্যদিকে আয়ারল‌্যান্ড এমন স্বাদ এখনও পায়নি। তাদের ইতিহাস গড়ার হাতছানি।

আগামী বছর দুই দলই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপের আগে দুই দলের জন‌্যই এটি শেষ ম‌্যাচ। তাইতো প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চায় না কেউ। চট্টগ্রামের উইকেট দুই দলকেই কঠিন সময় দিয়েছে। আজকে যারাই সিরিজ জিততে চায়, তাদেরকে কঠিন সময় কাটিয়েই সিরিজ জিততে হবে।

২২ গজে আয়ারল‌্যান্ড যে প্রতিদ্বন্দ্বিতা গড়েছে তাতে খুশি বাংলাদেশের বোলিং কোচ শন টেইট, ‘‘আয়ারল্যান্ড বেশ ভালো ও গোছানো দল। টি-টোয়েন্টিতে তারা কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপে ঠিক আগে আমরা এমন চ্যালেঞ্জ চেয়েছিলাম। যা আমাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।’’

বাংলাদেশের একাদশ আজ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। শেষ ম‌্যাচে স্কোয়াডে যুক্ত করা হয়েছে শামীম হোসেন পাটোয়ারীকে। প্রথমবার মাহিদুলকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তার অভিষেক হয়নি এখনও। দুজনের কেউই খেলতে পারবেন কিনা নিশ্চিত করে জানাতে পারেননি টেইট। তার সোজাসাপ্টা কথা, একাদশে নির্বাচনে তার হাত নেই।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি, নেপাল, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটিই লিটনরা খেলবেন কলকাতায়। কন্ডিশন, উইকেট অনেকটাই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের মতো পাবে বাংলাদেশ। দেখার বিষয়, সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনাল ম‌্যাচটির থেকে জয়ের পাশাপাশি আর কী সুবিধা আদায় করতে পারে বাংলাদেশ। নাকি আইরিশদের ভাগ‌্য খুলবে?

দুই দলের ম‌্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

চট্টগ্রাম/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ