নতুন গান ‘মন গলবে না’র ভিডিওতে একেবারে ভিন্নরূপে নিজেকে তুলে আনতে চেয়েছেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রী থেকে কণ্ঠশিল্পী হয়ে ওঠার এই যাত্রায় তাই ডিজাইনার হিসেবেও কাজ করেছেন তাসনিয়া ফারিণ।

‘নকশা’র ফটোশুটের শুরুতে পোশাকগুলো যখন দেখাচ্ছিলেন, উচ্ছ্বাসে ঝলমল করছিল ফারিণের চোখ। শত হলেও নিজের আইডিয়া বলে কথা। সাক্ষাৎকারের সময়ই জানা গেল, কেন ডিজাইনার হিসেবে কাজ করলেন ফারিণ। মূল উদ্দেশ্য ছিল একটি স্পষ্ট ভিশন তৈরি করা।

এই মিউজিক ভিডিওটি যেহেতু ফারিণের প্রোডাকশন হাউস থেকে করা হয়েছে, তাই নতুনত্ব আনতে চেয়েছিলেন তিনি। বাংলাদেশের মিউজিক ভিডিও, নাটক বা সিনেমায় আমরা সাধারণত যেসব ধরনের পোশাক দেখি, সেই ধাঁচটা ভাঙতে চেয়েছিলেন।

আরও পড়ুনজীবনের একটা বড় শখ ছিল ভর্তি পরীক্ষা দেব: তাসনিয়া ফারিণ০৯ নভেম্বর ২০২৫

ফারিণ বলেন, ‘দৃশ্য, সেট আর পোশাক—এই সবকিছুকে একসঙ্গে মিলিয়ে একটি নিজস্ব সৌন্দর্য তৈরি করাই ছিল আমার ইচ্ছা। সেই ভাবনা থেকেই পোশাক ডিজাইন করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে প্রতিটি সাজে আমার ব্যক্তিগত অনুভূতি, রুচি আর ভাবনা স্পষ্টভাবে ফুটে ওঠে।’

সাদা পোশাকে স্নিগ্ধ সাজ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত সন য়

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার সিদ্ধান্ত, পাবেন এসএসএফের নিরাপত্তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা পাবেন।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ বিষয়ে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন।

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে তাঁর নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত নিবন্ধ