চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তির দেড় ঘণ্টা পর আবারও ভারতের ছয় নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহল্লার একটি বাড়ি থেকে তাঁদের আটক করে নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

আসামিপক্ষের আইনজীবী একরামুল হক বলেন, সোমবার বিকেলে আদালত ভারতের ছয় নাগরিককে জামিন দেন। দাপ্তরিক–প্রক্রিয়া শেষে রাত আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তাঁরা। নয়াগোলা এলাকার বাসিন্দা ফারুক হোসেনের জিম্মায় তাঁদের জামিন দেওয়া হয়। তিনি আটক সোনালি বিবির আত্মীয়।

একরামুল হক আরও বলেন, ছয়জনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। তিনি যেকোনো সময় বাচ্চা প্রসব করতে পারেন। বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকেসহ মোট চারজনকে জামিন দেওয়া হয়েছে। অন্য দুজন শিশু। ৩ ডিসেম্বর মামলার শুনানির তারিখ রয়েছে। ওই দিন আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছে।

ফারুক হোসেন বলেন, কারাগার থেকে মুক্তির পর ভারতের নাগরিকেরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এরপর তাঁরা তাঁর বাড়িতে আসেন। রাতে খাওয়া শেষ হওয়ার পর পুলিশের একটি দল আবার তাঁদের নিয়ে যায়। ফারুক হোসেন বলেন, ‘তাদের কেন নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশের কাছে জানতে চেয়েও সদুত্তর পাইনি।’

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘ভারতের ছয় নাগরিককে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা এখনো তাঁদের আটক করা হয়েছে বলব না। আমরা তাঁদের ব্যাপারে আরও খোঁজখবর নিচ্ছি। বিষয়টি নিয়ে আমরা আদালতের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

আরও পড়ুনএখনই দেশে ফিরতে পারছেন না বিএসএফের পুশ ইন করা ভারতীয় ৬ নাগরিক২৪ অক্টোবর ২০২৫

গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে ভারতের ওই ছয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে ‘পুশ ইন’ করে বিএসএফ। পরে সীমান্ত অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। তবে তাঁদের মধ্যে দুটি শিশু থাকায় মামলায় তাদের আসামি করা হয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ইনব বগঞ জ র একট

এছাড়াও পড়ুন:

পিকেএসএফে নিয়োগ, বেতন ২ লাখ ৬০ হাজার

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) দুই ক্যাটাগরির ৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. ট্রেনিং অ্যান্ড ডিজিটাল লার্নিং স্পেশিয়ালিস্ট (Training & Digital Learning Specialist)

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশনাল টেকনোলজি, এডুকেশনাল টেকনোলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিকস বা সমপর্যায়ের প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

প্রশিক্ষণ, ডিজিটাল লার্নিং, সক্ষমতা বৃদ্ধি বা ইনস্ট্রাকশনাল ডিজাইন ক্ষেত্রে অন্তত ১৫ বছরের ক্রমান্বয়ে দায়িত্বপূর্ণ অভিজ্ঞতা, যার মধ্যে জাতীয় বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে কমপক্ষে ৭ থেকে ১০ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা: ২,৬০,০০০ টাকা

বয়সসীমা: ন্যূনতম ৪৫ বছর

আরও পড়ুন৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন, কমেছে ৩ বিষয়ে, বৃদ্ধি ৩টির৩ ঘণ্টা আগে

২. জুনিয়র অফিসার মান-২ (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ০২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৪ বছর মেয়াদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। একাডেমিক জীবনের সব পরীক্ষায় অন্তত সেকেন্ড ডিভিশন/সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএ থাকতে হবে।

বাণিজ্যিক বা উচ্চ তলার ভবনে MEP (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং) পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ন্যূনতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা: ৩০,০০০ টাকা

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

আরও পড়ুনসরকারি মাধ্যমিকের শিক্ষকেরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা৫০ মিনিট আগেআবেদনের নিয়ম

https://recruitment.pksf.org.bd/ এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৮ ডিসেম্বর ২০২৫

বিস্তারিত দেখতে পিকেএসএফ ওয়েবসাইট ভিজিট করুন।

আরও পড়ুনঅফিসার পদে বেসরকারি ব্যাংকে নিয়োগ, কর্মস্থল ঢাকা৩০ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • পিকেএসএফে নিয়োগ, বেতন ২ লাখ ৬০ হাজার
  • বিএসএফের বিবৃতি: ‘অনিচ্ছাকৃতভাবে ছোড়া’ গুলিতে নিহত হয়েছে 
  • মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে সপ্তম ও অষ্টম শ্রেণিতে ভর্তির সুযোগ
  • চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত