সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প
Published: 2nd, December 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সিরিয়া ও দেশটির নতুন নেতৃত্বকে অস্থিতিশীল না করার সতর্কবার্তা দিয়েছেন। খবর আলজাজিরার।
সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে ‘দৃঢ় ও প্রকৃত সংলাপ’ বজায় রাখতে হবে। সিরিয়ার অগ্রযাত্রাকে ব্যাহত করে- এমন কোনো কর্মকাণ্ড ঘটতে দেওয়া যাবে না। আমরা চাই সিরিয়া একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হোক।”
আরো পড়ুন:
আইএসবিরোধী মার্কিন নেতৃত্বধীন জোটে যোগ দিচ্ছে সিরিয়া
সিরিয়ান অভিবাসীদের ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন কয়েক দিন আগেই ইসরায়েল সিরিয়ার আবারো হামলা চালিয়েছে। ওই হামলায় রাজধানী দামেস্কের উপকণ্ঠে ১৩ জন নিহত হয়েছেন।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নতুন সরকার ইসরায়েলের এই আচরণকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা করেছে।
ট্রাম্প তার পোস্টে সরাসরি ওই ইসরাইলি হামলার কথা উল্লেখ না করলেও জানিয়েছেন, সিরিয়ার নতুন সরকারের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব বিস্তারের ধারাবাহিকতায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে।
ট্রাম্প আহমেদ আল-শারার নেতৃত্বে নতুন সিরিয়ান সরকারের প্রশংসা করেন বলেন, বহু বছরের গৃহযুদ্ধের কারণে দেশটিতে যে সাম্প্রদায়িক অবিশ্বাস তৈরি হয়েছিল, তা দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান সরকার।
ট্রাম্প বলেন, অত্যন্ত কঠোর পরিশ্রম ও সংকল্পের মধ্য দিয়ে সিরিয়ায় যে অগ্রগতি দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট। তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র একটি বাস্তব ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে সিরিয়ার সরকারকে সহায়তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা ‘ভালো কিছু ঘটাতে’ এবং সিরিয়া ও ইসরায়েল উভয়ের মধ্যে দীর্ঘ ও সমৃদ্ধ সম্পর্ক বজায় রাখার জন্য আন্তরিকভাবে কাজ করছেন। ট্রাম্পের মতে, “মধ্যপ্রাচ্যে শান্তির জন্য এটি এক ঐতিহাসিক সুযোগ।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ইসর য় ল য ক তর ষ ট র ইসর য় ল ন সরক র র নত ন
এছাড়াও পড়ুন:
প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন প্রদানের রেকর্ড ডেট ঘোষণা
পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি অষ্টম অর্ধবার্ষিক কুপন প্রদানের রেকর্ড ডেট ঘোষণা করেছে। প্রিমিয়ার ব্যাংক পিএলসির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর সময়কালকে ভিত্তি ধরে এ কুপনের হিসাব করা হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
গোল্ডেন সন কোম্পানির লোকসান বেড়েছে
৯ ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিল ডিএসই
প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি বোর্ড জানিয়েছে, চলতি বছরের ২৪ ডিসেম্বরকে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওই তারিখে ব্যাংকের ডিপোজিটরি রেজিস্টারে যেসব বিনিয়োগকারীর নাম থাকবে, তারাই কুপন পাওয়ার যোগ্য হবেন।
এর আগে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৬ জুন পর্যন্ত সময়ের জন্য প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করা হয়েছিল। এ হারে রিটার্ন পাবেন এমটিবি পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা।
ঢাকা/এনটি/রফিক