নেত্রকোনার দুর্গাপুরে এক কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে দুটি মেছো বিড়ালের ছানা আটক হওয়ার খবর পেয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো বনে অবমুক্ত করা হয়েছে। প্রাথমিক পরিচর্যার পর গতকাল সোমবার রাতে গোপালপুর পাহাড়ে ছানাগুলোকে অবমুক্ত করে ‘সেভ দ্য অ্যানিমেলস অব সুসং’-এর স্বেচ্ছাসেবী ও বন বিভাগের কর্মীরা।

এর আগে গত রোববার সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম বালিকান্দি এলাকায় বিএম শাহীন নামের এক ব্যক্তির হাঁস-মুরগির ঘর থেকে মেছো বিড়ালের ছানা দুটিকে আটক করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের সূত্রে জানা গেছে, অনেকেই প্রাণী দুটিকে বাঘের ছানা বলে ধারণা করেন। একপর্যায়ে সেগুলোকে খাঁচায় আটকে রাখা হয়। কেউ কেউ মেরে ফেলতেও চেয়েছিলেন। পরে সংগঠনটির স্বেচ্ছাসেবকদের খবর দেওয়া হয়। তাঁরা সেখানে গিয়ে মেছো বাঘের ছানা দুটিকে উদ্ধার করে প্রাথমিক পরিচর্যার জন্য দুর্গাপুর বন বিভাগের কার্যালয়ে নিয়ে যান।

বিএম শাহীন বলেন, ‘এক সপ্তাহ ধরে আমার হাঁস-মুরগির খোঁয়াড় থেকে চারটি হাঁস নাই হয়ে যায়। আমি ভেবেছিলাম, হয়তো শিয়াল খেয়ে ফেলেছে। কিন্তু রোববার সন্ধ্যায় খোঁয়াড় পরিষ্কার করতে গিয়ে ভেতরে বিড়ালের বাচ্চার মতো দুটি ছানা দেখতে পাই। পরে সেগুলো বের করতে গিয়ে দেখি, নখ বড় বড় ও গায়ের রং কিছুটা ভিন্ন। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বাচ্চা দুটিকে মেরে ফেলতে চাইছিল। কিন্তু আমি তা হতে দেইনি।’

সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ বলেন, প্রাণীগুলো সুস্থ থাকায় সোমবার রাতে গহিন বনে জলাশয়ের ধারে অবমুক্ত করা হয়েছে।

দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামাণিক বলেন, বাচ্চাগুলো মোটামুটি বড় হওয়ায় এখন নিজেরাই শিকার ধরে খাদ্যের চাহিদা পূরণ করতে পারবে। যেহেতু মেছো বিড়াল একটি নিশাচর প্রাণী, তাই আমরা দিনের পরিবর্তে রাতে সেগুলোকে অবমুক্ত করেছি।

মেছো বিড়ালকে মেরে না ফেলার অনুরোধ জানিয়ে মজনু প্রামাণিক বলেন, মেছো বিড়াল মূলত একটি ছোট প্রজাতির বিড়াল। এটিকে অনেকে বাঘের মতো হিংস্র ভেবে মেরে ফেলেন, যা উচিত নয়। মেছো বিড়াল গহিন বনে থাকে না, লোকালয়ের আশপাশে হাওর কিংবা ঝোপঝাড়ে থাকে। এটি মোটেও হিংস্র প্রাণী নয়, তাই মেছো বিড়াল নিয়ে আতঙ্কের কিছু নেই। এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম রগ র

এছাড়াও পড়ুন:

শুটিং শুরুর পরই প্রভাসের সিনেমার আয় ২১৭ কোটি টাকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘অ্যানিমেল’খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে নিয়ে নির্মাণ করছেন ‘স্পিরিট’ সিনেমা। কয়েক দিন আগে হায়দরাবাদে বহুল আলোচিত সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেগাস্টার চিরঞ্জীবী।

গত সপ্তাহে ‘স্পিরিট’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু করেছেন নির্মাতারা। জোরালোভাবে শুটিং শুরুর আগেই ওটিটি বাজারে নতুন রেকর্ড গড়ে খবরের শিরোনামে এসেছে সিনেমাটি।

আরো পড়ুন:

গোপন বিয়ের ছবি প্রকাশ করলেন সামান্থা

সেই প্রেমিককে বিয়ে করলেন সামান্থা?

ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পিরিট’ সিনেমার ডিজিটাল রাইটস ১৬০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ২১৭ কোটি ৪৮ লাখ টাকা) কিনে নিয়েছে। টিজার বা পোস্টার প্রকাশের আগেই সিনেমাটি এত বড় চুক্তি করে হইচই ফেলে দিয়েছে।

‘স্পিরিট’ সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে প্রভাসকে। প্রথমবারের মতো পাওয়ারফুল পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি। 

এর আগে ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকার দেন সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এ নির্মাতা জানান, ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের জন্য তৃপ্তি দিমরি নিয়েছেন ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫৯ লাখ টাকা)। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সিনেমা।

তাছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন—প্রকাশ রাজ, বিবেক ওবেরয়। গুঞ্জন রয়েছে, এ সিনেমায় যুক্ত হবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত প্রভাস। ২০০২ সালে ‘ঈশ্বর’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’। গত বছরের ২৭ জুন মুক্তি পায় এটি। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলেন—অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

‘স্পিরিট’সহ প্রভাসের ঝুলিতে এখন অর্ধডজন সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘রাজা সাব’ সিনেমার শুটিং শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনান, নিধি আগরওয়ালের মতো তারকারা। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে বড় বাজেটের এ সিনেমা আগামী বছরের ৯ জানুয়ারি মুক্তির কথা রয়েছে। তাছাড়াও ‘ফৌজি’, ‘বাহুবলি: দি ইটারনাল ওয়ার পার্ট-১’, ‘কল্কি টু’, ‘সালার টু’ সিনেমার কাজও এখন প্রভাসের হাতে রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ