ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, জরিমানা-মামলা
Published: 2nd, December 2025 GMT
ঢাকার ধামরাইয়ে ভেজাল গুড় উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-৪। এসময় সেখান থেকে ক্ষতিকর রাসায়নিক উপাদান জব্দ করেছে তারা। এ ঘটনায় কারখানার মালিককে ৬ লাখ ৩১ হাজার টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো.
আরো পড়ুন:
নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন
ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব
গতকাল সোমবার (১ ডিসেম্বর) বুড়িরভিটা এলাকার ‘রূপা এন্টারপ্রাইজ’ নামে প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র্যাব সদর দপ্তর ও র্যাব–৪ সোমবার সকালে কারখানাটিতে অভিযান চালায়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি নিম্নমানের উপকরণ ও রাসায়নিক মিশিয়ে খোলা গুড় তৈরি করে বাজারজাত করছিল।
ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ভেজাল গুড় উৎপাদন ও মজুত করছিল বলে অভিযোগ আসে। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। কারখানার মালিককে ৬ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলে থাকা বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, “কারখানার মালিকের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ঢাকা/সাব্বির/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম মল অভ য ন
এছাড়াও পড়ুন:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, বেড়েছে শীতের অনুভূতি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মঙ্গলবার সকাল ৯টায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। হেমন্তের শেষ দিকে দেশের সর্বোত্তরের এই জনপদে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসে আদ্রতা ছিল ৭৯ শতাংশ। এ সময় চারদিকে ঝরছিল ঘন কুয়াশা। সকাল ৯টার পর কুয়াশা ভেদ করে হালকা রোদ উঠলেও তেমন বাড়েনি রোদের তীব্রতা। এতে দিনের বেলাও হালকা শীত অনুভূত হচ্ছে। এর আগে গতকাল সোমবার বিকেলে তেঁতুলিয়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।
হেমন্তের শুরু থেকেই পঞ্চগড়ে সন্ধ্যার পর থেকেই হালকা শীত অনুভূত হচ্ছিল। এর মধ্যে কুয়াশার পরিমাণ কম থাকায় দিনে বেলা ঝলমলে রোদের দেখা মিলত। তবে গতকাল রাত থেকে বাড়তে শুরু করে কুয়াশার দাপট। এতে রাতভর কনকনে শীত অনুভূত হয়েছে। আজ সকালেও চারদিকে ঘনকুয়াশা দেখা গেছে।
আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশায় সাদা চারদিক। সুনসান নীরবতায় গরম কাপড় পরে প্রয়োজনীয় কাজে বের হয়েছেন লোকজন। কেউ কেউ মাঠে করছেন হালচাষ। এরই মধ্যে পূর্ব আকাশে সূর্য দেখা দিলেও নেই রোদের তীব্রতা।
আরও পড়ুনদেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, কুয়াশা কমলেও হিমেল হাওয়ার দাপট১১ নভেম্বর ২০২৫তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ায় আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে হালকা রোদ উঠেলে আকাশের উপরিভাবে ঘন কুয়াশা থাকায় রোদের তীব্রতা ছড়াতে পারছে না। এতে দিনভর হালকা শীত অনুভূত হবে। চলতি মাসের মাঝামাঝি এই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।