উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল, মিলল মরদেহ
Published: 2nd, December 2025 GMT
কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া এলাকায় মারা যায় সে।
এলাকাবাসী জানান, প্রায় এক বছর আগে একই এলাকায় শিয়ালের আক্রমণে আরো এক শিশুর মৃত্যু হয়। তাদের ধারণা, জঙ্গল কমে যাওয়ায় লোকালয়ে শিয়ালের উপদ্রব বেড়েছে।
আরো পড়ুন:
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের দেহাবশেষ পাঠানো হলো দেশে
কক্সবাজারে বিউটি পার্লার থেকে তরুণীর লাশ উদ্ধার
মারা যাওয়া শিশুর নাম হুমাইরা আক্তার। সে একই এলাকার অটোরিকশা চালক হুমায়ুন কবিরের মেয়ে।
হুমাইরার বাবা হুমায়ুন কবির জানান, গতকাল সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তাফার ঘর থেকে খেলাধুলা করে ফিরছিল। পরিবারের কেউ খেয়াল না করায় বাড়ির উঠান থেকে হুমাইরাকে টেনে নিয়ে যায় শিয়াল। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ পাওয়া যায়। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট হুমাইরাকে সবচেয়ে বেশি আদর করতেন বলেও জানান তিনি।
শিশুটির ভাবী মর্তুজা বেগম জানান, সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছিলেন। হুমাইরার মৃত্যুর খবর পেয়ে তিনি ধারণা করেন, ওই শিয়াল দুটি তাকে টেনে নিয়ে গেছে। হুমাইরার পুরো শরীরেই শিয়ালের কামড়ের দাগ ছিল। শিশুটির শরীরের অনেকটা অংশ শিয়াল খেয়ে ফেলছে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল জানান, প্রায় এক বছর আগে একই এলাকায় শিয়ালের আক্রমণে আরো একটি শিশুর মৃত্যু হয়। আগে, এলাকায় বন-জঙ্গল ও আঁখক্ষেত বেশি থাকায় শিয়ালের খাদ্যের অভাব ছিল না। এখন জঙ্গল কমে যাওয়ায় লোকালয়ে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রুমন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র এল ক য়
এছাড়াও পড়ুন:
মেঘ বর্ষণের পর ক্রাইস্টচার্চে উইকেট বৃষ্টি
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামে নিউ জিল্যান্ড। আর এর মধ্য দিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু করে সাবেক চ্যাম্পিয়নরা। তবে প্রথম টেস্টের শুরুটা প্রত্যাশামতো হয়নি তাদের।
ক্রাইস্টচার্চে সকালে হঠাৎ মেঘ বর্ষণের পর উইকেট বৃষ্টিও ঝরে। তাতে মাত্র ৭০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে প্রথম দিন শেষ করে কিউইরা। দুই লেজের ব্যাটসম্যান জ্যাক ফউলকস (৪) ও জ্যাকব ডাফি (৪) অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল বুধবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
আরো পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩ রানে হারল উইন্ডিজ
টিকনারের ঝলমলে প্রত্যাবর্তনে নিউ জিল্যান্ডের সিরিজ জয়
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় স্বাগতিকরা। কেমার রোচের বলে জাস্টিন গ্রেভেসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ডেভন কনওয়ে। সিলভার ডাক মারেন তিনি।
৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রান তোলার পরই বৃষ্টি হানা দেয়। সেই বৃষ্টিতে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। এরপর খেলা আবার শুরু হলে দর্শকরা উইকেট বৃষ্টি দেখেন। যদিও দ্বিতীয় উইকেটে অধিনায়ক টম ল্যাথাম ও এক বছর পর টেস্ট খেলতে নামা কেন উইলিয়াসন ৯৩ রানের জুটি গড়েছিলেন। কিন্তু দলীয় ৯৪ রানের মাথায় উইলিয়ামসন ৬ চারে ৫২ রান করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
তাতে ১৪৮ রানেই হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে টম ব্লানডেল (২৯), মাইকেল ব্রেসওয়েল (৪৭) ও নাথান স্মিথের ব্যাটে ২৩১ পর্যন্ত যেতে পারে ব্ল্যাকক্যাপসরা।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ২টি, গ্রেয়াভেস ২টি ও অভিষিক্ত ওজয় শিল্ডস ২টি উইকেট নেন।
ঢাকা/আমিনুল