ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য জাতির কাছে দোয়া চেয়েছে সরকার। এছাড়া, তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করা হয়। 

বিবৃতিতে বলা হয়, সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তাঁর জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। 

আরো বলা হয়, সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়।

এই বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও এতে বলা হয়।

ঢাকা/রায়হান/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব গম খ ল দ উপদ ষ ট র জন য

এছাড়াও পড়ুন:

ক্রাইস্টচার্চে ফিফটি উইলিয়ামসনের

ক্রাইস্টচার্চে বৃষ্টিবিঘ্নিত টেস্টে ৭০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। প্রায় এক বছরের বিরতির পর টেস্ট আঙিনায় ফিরে ফিফটি তুলে নিয়েছেন কেইন উইলিয়ামসন।

তিনে নেমে ১০২ বলে ৫২ রানের ইনিংস খেলেন। মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে এসেছে ৪৭ রান। ওয়েস্ট ইন্ডিজের ছয় পেসার মিলে নিউজিল্যান্ডের ৮টি উইকেট ভাগ করে নেন। বাকি ১ উইকেট স্পিনার রোস্টন চেজের।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রথম সেশনে বৃষ্টিপাত প্রত্যাশিত ছিল। ঘটেছেও তা–ই। ইনিংসের তৃতীয় বলে ক্যারিবিয়ান পেসার কেমার রোচের বলে কিউই ওপেনার ডেভন কনওয়ে আউট হওয়ার পর ম্যাচ যখন ৩.৩ ওভারে—তখন বৃষ্টির কারণে থেমেছে খেলা। ১০.৩ ওভার পর আবারও বৃষ্টি নামায় খেলা কিছুক্ষণের জন্য বন্ধ হয়।

আরও পড়ুনকোহলি, উইলিয়ামসন, বাবরের ফেরায় ০, ০ এবং ০২৯ অক্টোবর ২০২৫

তখন মধ্যাহ্নভোজ বিরতি দেওয়ায় ১ উইকেটে ১৭ রান নিয়ে ড্রেসিংরুমে যান নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান। চা–বিরতির আগে দ্বিতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে ১১১ রান যোগ করে নিউজিল্যান্ড। শেষ সেশনে আলোর স্বল্পতায় বন্ধ হয় খেলা। তার আগে এই সেশনে আরও ৪টি উইকেট হারিয়ে ১০৩ রান যোগ করে নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চে উইকেট নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ