মেসি এখন পর্যন্ত জিততে পারেননি কোন কোন শিরোপা
Published: 2nd, December 2025 GMT
লিওনেল মেসির ক্যারিয়ারে ট্রফির অভাব নেই। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে জিতেছেন ৪৬টি ট্রফি। ফুটবল ইতিহাসে তাঁর চেয়ে বেশি ট্রফি আর কেউ জিততে পারেননি। কিন্তু যদি প্রশ্ন ওঠে, এমন কোনো ট্রফি কি আছে—যে টুর্নামেন্টে অংশ নিয়ে মেসি ট্রফিটি জিততে পারেননি?
প্রশ্নটি উঠছে ইন্টার মায়ামি গতকাল মেজর লিগ সকারে (এমএলএস) প্লে অফে ইস্টার্ন কনফারেন্স ফাইনাল জয়ের পর। নিউইয়র্ক সিটি এফসিকে ৫–১ গোলে হারিয়ে এমএলএস কাপের ফাইনাল নিশ্চিত করে মেসির দল মায়ামি। ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনাল জিতে অন্য দিক থেকে এমএলএস কাপের ফাইনালে উঠেছে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। বাংলাদেশ সময় ৭ ডিসেম্বর এমএলএস কাপের ফাইনাল মায়ামি জিততে পারলে প্রথমবারের মতো লিগ জয়ও নিশ্চিত হবে তাদের। এমএলএসের নিয়ম অনুযায়ী, এমএলএস কাপজয়ীরাই লিগ চ্যাম্পিয়ন।
মায়ামির হয়ে লিগ জয়ের সুযোগ মেসির সামনে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এমএলএস ক প র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
এক আর্জেন্টাইনের হ্যাটট্রিকে মেসিদের বড় জয়, প্রথমবার কাপ ফাইনালে ইন্টার মায়ামি
ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। আজ প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির দল।
যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগে ৩০টি দল ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সে ভাগ হয়ে খেলে। দুই অংশের চ্যাম্পিয়নরা খেলে এমএলএস কাপ ফাইনাল। ২০১৮ সালে প্রতিষ্ঠিত মায়ামি এর আগে তিনবার প্লে-অফে খেললেও কনফারেন্স সেমিফাইনালে উঠতে পারেনি। এবার সেমি ও ফাইনাল জিতে নাম লিখিয়েছে কাপ ফাইনালেই।
চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের কনফারেন্স ফাইনালে মায়ামি জিতেছে তাদেও আলেন্দের নৈপুণ্যে। ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন হ্যাটট্রিক করেছেন। একটি গোল করেছেন আরেক আর্জেন্টাইন মাতেও সিলভেত্তি। অন্য গোলটি তালেসকো সেগোভিয়ার। মেসি তাঁর রোজারিওর ছেলে সিলভেত্তির গোলে অ্যাসিস্ট করেছেন।
আর্জেন্টাইনময় ম্যাচটিতে আলেন্দে মায়ামিকে এগিয়ে দেন ১৪তম মিনিটে। এই গোলে অ্যাসিস্ট ছিল আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পলের। ২৪তম মিনিটে আলেন্দে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন হেডে, তাঁকে বক্সে দুর্দান্ত এক ক্রস দেন জর্দি আলবা। ম্যাচের ৩৭ মিনিটে নিউইয়র্ক সিটির জাস্টিন হাক এক গোল শোধ করে দিলে মায়ামি বিরতিতে যায় ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।
৬৭তম মিনিটে মেসি বক্সের মধ্যে ঘেরাওয়ে পড়লে বল বাড়ান ফাঁকায় থাকা সিলভেত্তির দিকে। ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার বল জালে জালে পাঠাতে ভুল করেননি। মায়ামি জয়ের বিষয়ে প্রায় নিশ্চিত হয় ৮৩তম মিনিটে।
এ সময় বক্সের ভেতর আলবার ব্যাক পাস পেয়ে সেগোভিয়া গোল করে ব্যবধান ৪-১ করে ফেলেন। ম্যাচের ৮৯তম মিনিটে ইয়ানিক ব্রাইটের সহায়তায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আলেন্দে। মায়ামি মাঠ ছাড়ে ৫-১ গোলের বড় জয় নিয়ে।
আগামী ৬ ডিসেম্বর এমএলএস কাপ ফাইনালে মায়ামি খেলবে ওয়েস্টার্ন কনফারেন্স ফাইনালে সান ডিয়েগো ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।