জেনারেলরা কীভাবে ইমরানকে চুপ করিয়ে দিচ্ছেন
Published: 2nd, December 2025 GMT
দুই বছর কারাগারে থেকেও ইমরান এখনো দমে যাননি। তিনি পাকিস্তানের সবচেয়ে জোরালো বিরোধী কণ্ঠ। একই সঙ্গে সেনাবাহিনী ও সরকারের বড় মাথাব্যথাও। সেনাবাহিনী ও সরকার চেষ্টা করছে ইমরানকে টেলিভিশনের খবর, সামাজিক যোগাযোগমাধ্যম, জনগণের স্মৃতি—সব জায়গা থেকে মুছে ফেলতে। এমনকি তাঁর নাম নেওয়াও নিষেধ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘হকির হামজা’ আমিরুলের প্রিয় ফুটবলার মেসি
আমিরুল ইসলামের নেশা হতে পারে হকি, কিন্তু পছন্দের খেলার তালিকায় ফুটবলের অবস্থানটাও বেশ ওপরে। শৈশবে বড় একটা সময় কেটেছে ফুটবল মাঠে, ফুটবলার হতেও চেয়েছিলেন। কিন্তু নিয়তি তাঁকে হকির কোর্টে টেনে আনে।
কে এই আমিরুল, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হচ্ছে জুনিয়র হকি বিশ্বকাপের ১৪তম আসর। টুর্নামেন্টে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের একটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে হেরেছে বাংলাদেশ, আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করেছে ৩-৩ গোলে। দলের ফলাফল যা–ই হোক; দুই ম্যাচেই হ্যাটট্রিক করে এবং ম্যাচসেরা হয়ে এখন আলোচনায় আমিরুল, সতীর্থরা যাঁকে ডাকেন ‘হামজা’ বলে।
আরও পড়ুনদুই ভাইয়ের ঘুমে জাগরণে শুধুই হকি০৮ এপ্রিল ২০২৫দেশের ফুটবলে হামজা চৌধুরীকে ঘিরে উন্মাদনা চলছে। আমিরুলের চুল অনেকটা হামজার মতো, স্টিক হাতে পারফরম্যান্সও দুর্দান্ত। সতীর্থদের তাঁকে মজা করে ‘হামজা’ ডাকাটা তাই বাড়াবাড়ি নয়।
আমিরুল তো বরং এই ডাক উপভোগই করতে শুরু করেছেন, ‘হামজা ভাই বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড। তাঁর মাধ্যমে সারা বিশ্ব আমাদের ফুটবলকে চিনছে। তাঁর সঙ্গে আমার তুলনা হয় না। তবে কেউ এ নামে ডাকলে ভালো লাগে, যদিও আমার প্রিয় ফুটবলার মেসি, আর আমি আর্জেন্টিনার সাপোর্টার।’
হকিতে দারুণ নৈপূন্য দেখাচ্ছেন আমিরুল