কুকুরছানা হত্যা, সর্বোচ্চ শাস্তি চাইলেন নিলয়
Published: 2nd, December 2025 GMT
বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে নিলয় আলমগীরকে আলাদা করে চেনায় তাঁর অসাধারণ প্রাণী প্রেম। শুধু পোষা প্রাণী নয়, পথেঘাটের অসহায় প্রাণীদের প্রতিও তাঁর টান গভীর। আহত প্রাণী দেখলে তুলে নেন চিকিৎসার দায়িত্ব, নির্যাতনের ঘটনা দেখলে সোশ্যাল মিডিয়ায় প্রথম আওয়াজ তোলার মানুষও তিনি।
এবার ঈশ্বরদীতে ভয়াবহ প্রাণী নির্যাতনের একটি ঘটনার অভিযোগ তুলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এ অভিনেতা।
পথেঘাটের অসহায় প্রাণীদের প্রতিও তাঁর টান গভীর.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলে জিপ গাড়ি রেখে পালাল ডাকাতদল
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জিপ গাড়ি রেখে ৫-৭ জনের ডাকাত দল পালিয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে ডাকাতদল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব পৌলি নলগাইরা বাজারে গাড়ি রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ডাকাতদলের ব্যবহত জিপ গাড়িটি উদ্ধার করে বাসাইল থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে বাসাইল থানা পুলিশ।
আরো পড়ুন:
অস্ত্র উঁচিয়ে গুলি করা তুষার গ্রেপ্তার, পিস্তল উদ্ধার
ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু
বাসাইল থানার কনস্টেবল নুরুল ইসলাম বলেন, ‘‘সোমবার (১ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে ডিউটিরত অবস্থায় আমরা দ্রুতগামী জিপ গাড়ি দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে গাড়ির চালক আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। বাসাইল সড়কের তিন রাস্তার মোড় থেকে পাথরঘাটার দিকে চলে যায়। আমরা তাদের পিছু নিলে নলগাইরা বাজার এলাকায় গাড়ি ফেলে পালিয়ে যায়।’’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, জিপ গাড়িটি নলগাইরা বাজার থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। টাঙ্গাইল সদর থানায় মামলা করা হবে। টাঙ্গাইল সদর থানায় গাড়ি হস্তান্তর করা হবে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, ‘‘রংপুর থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় আসলে ডাকাতদল সেই ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে। পরে দুই গরু ব্যবসায়ীকে তাদের জিপ গাড়িতে তুলে নেয়। আশেকপুর বাইপাইসে কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। পরে দুই গরু ব্যবসায়ীকে রাস্তার পাশে ফেলে রেখে ডাকাতদল বাসাইলের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় গরুর মালিক নাসির উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছে।’’
ঢাকা/কাওছার/বকুল