টাঙ্গাইলে জিপ গাড়ি রেখে পালাল ডাকাতদল
Published: 2nd, December 2025 GMT
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জিপ গাড়ি রেখে ৫-৭ জনের ডাকাত দল পালিয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে ডাকাতদল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব পৌলি নলগাইরা বাজারে গাড়ি রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ডাকাতদলের ব্যবহত জিপ গাড়িটি উদ্ধার করে বাসাইল থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে বাসাইল থানা পুলিশ।
আরো পড়ুন:
অস্ত্র উঁচিয়ে গুলি করা তুষার গ্রেপ্তার, পিস্তল উদ্ধার
ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মৃত্যু
বাসাইল থানার কনস্টেবল নুরুল ইসলাম বলেন, ‘‘সোমবার (১ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে ডিউটিরত অবস্থায় আমরা দ্রুতগামী জিপ গাড়ি দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে গাড়ির চালক আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। বাসাইল সড়কের তিন রাস্তার মোড় থেকে পাথরঘাটার দিকে চলে যায়। আমরা তাদের পিছু নিলে নলগাইরা বাজার এলাকায় গাড়ি ফেলে পালিয়ে যায়।’’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, জিপ গাড়িটি নলগাইরা বাজার থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। টাঙ্গাইল সদর থানায় মামলা করা হবে। টাঙ্গাইল সদর থানায় গাড়ি হস্তান্তর করা হবে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, ‘‘রংপুর থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় আসলে ডাকাতদল সেই ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে। পরে দুই গরু ব্যবসায়ীকে তাদের জিপ গাড়িতে তুলে নেয়। আশেকপুর বাইপাইসে কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। পরে দুই গরু ব্যবসায়ীকে রাস্তার পাশে ফেলে রেখে ডাকাতদল বাসাইলের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় গরুর মালিক নাসির উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছে।’’
ঢাকা/কাওছার/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কান চলচ্চিত্র পুরস্কারজয়ী ইরানি পরিচালকের কারাদণ্ড
কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী ইরানি পরিচালক জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
জাফর পানাহির আইনজীবী মোস্তফা নিলি এএফপিকে জানিয়েছেন, কারাদণ্ডের পাশাপাশি জাফরকে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাছাড়া যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের নিষেধাজ্ঞাও রয়েছে।
আরো পড়ুন:
বক্স অফিসে ধানুশ-কৃতির প্রেম কতটা জমেছে?
শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধলেন তিথী
পানাহির বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রবিরোধী ‘প্রচারণামূলক কার্যকলাপে’ জড়িত ছিলেন জাফর পানাহি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন মোস্তফা নিলি।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, বর্তমানে ফ্রান্সে বসবাস করছেন জাফর পানাহি। তার নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট’। এ সিনেমার প্রচারের জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সোমবার (১ ডিসেম্বর) নিউ ইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতেছে সিনেমাটি। তাছাড়া আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মরক্কোতে মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়ে আলোচনায় অংশ নেবেন তিনি।
ইরানি কর্তৃপক্ষের সঙ্গে জাফর পানাহির বিরোধ নতুন কিছু নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির কারণে তাকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয়। পরবর্তী গ্রেপ্তার করা হয় তাকে। ছয় বছরের কারাদণ্ড দেওয়া হলে মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।
দেশটির নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি নির্মাণ করেন ‘দিজ ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’ এর মতো আলোচিত চলচ্চিত্র। ২০২২ সালে ফের গ্রেপ্তার হন। এ দফায় ৭ মাস কারাভোগের পর মুক্তি পান।
ঢাকা/শান্ত