ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ এবং মার্কিন নিরাপত্তার আওতায় দেশ ত্যাগ করার বিকল্প ফুরিয়ে আসছে। গত মাসে একটি সংক্ষিপ্ত ফোন কলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নেতার একাধিক অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। এই ফোন কল সম্পর্কে অবহিত চারটি সূত্রের বরাত দিয়ে সোমবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

২১ নভেম্বরের এই ফোন কলটি ভেনেজুয়েলার উপর কয়েক মাস ধরে ক্রমবর্ধমান মার্কিন চাপের পরে এসেছিল। ভেনেজুয়েলাকে যেসব মার্কিন চাপ সামাল দিতে হচ্ছে তার মধ্যে রয়েছে ক্যারিবিয়ান অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে নৌকাগুলোর ওপর হামলা, ট্রাম্পের সামরিক অভিযান সম্প্রসারণের বারবার হুমকি এবং কার্টেল দে লস সোলসসহ মাদুরোকে অন্তর্ভুক্ত করে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা।

মাদুরো এবং তার সরকার সবসময় অপরাধমূলক অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলেছে যে তেলসহ ভেনেজুয়েলার বিশাল প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা পরিবর্তন চাইছে।

তিনটি সূত্র জানিয়েছে, ফোনালাপের সময় মাদুরো ট্রাম্পকে বলেছিলেন যে তিনি এবং তার পরিবারের সদস্যদের পূর্ণ আইনি ক্ষমা পেলে তিনি ভেনেজুয়েলা ছেড়ে যেতে ইচ্ছুক, যার মধ্যে রয়েছে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে তার মুখোমুখি একটি প্রধান মামলার অবসান।

এর পাশাপাশি মাদুরো ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও অনুরোধ করেছিলেন, যাদের অনেকের বিরুদ্ধেই মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন, মাদক পাচার বা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

দুটি সূত্রের মতে, মাদুরো নতুন নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করতে বলেছিলেন।

১৫ মিনিটেরও কম সময় ধরে চলা এই ফোনালাপে মাদুরোর বেশিরভাগ অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তবে তিনি মাদুরোকে বলেছিলেন যে তার পরিবারের সদস্যদের সাথে তার পছন্দের গন্তব্যে ভেনেজুয়েলা ছেড়ে যাওয়ার জন্য এক সপ্তাহ সময় আছে।

শুক্রবার সেই নিরাপদ পথের মেয়াদ শেষ হয়ে যায়। এর ফলে ট্রাম্প শনিবার ঘোষণা করেন যে ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করা হয়েছে বলে দুটি সূত্র জানিয়েছে।

রবিবার ট্রাম্প নিশ্চিত করেছেন যে তিনি মাদুরোর সাথে কথা বলেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি। হোয়াইট হাউস আরো বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে এবং ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন র ধ

এছাড়াও পড়ুন:

নবম ও দশম গ্রেডে নন-ক্যাডারে নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি

নবম ও দশম গ্রেডের ২৪টি নন–ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের শূন্যপদে এই নিয়োগ দেওয়া হবে। ৩০ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।

পদের নাম ও বিবরণ

১. সহকারী স্থপতি

বিভাগ: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর।

পদসংখ্যা: ০৮

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি।

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড–৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

২. সহকারী কম্পিউটার প্রোগ্রামার

বিভাগ: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর।

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আরও পড়ুন‘জজের মা’ ডাক শোনার আনন্দ মিলিয়ে গেল কান্নায়২ ঘণ্টা আগে

৩. গণসংযোগ কর্মকর্তা/এমওসি

বিভাগ: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর।

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে চার বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি।

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৪. হিসাবরক্ষণ কর্মকর্তা

বিভাগ: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তর।

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা ব্যাংকিং বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আরও পড়ুন৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন, কমেছে ৩ বিষয়ে, বৃদ্ধি ৩টির০১ ডিসেম্বর ২০২৫

৫. ক) সহকারী সাইফার কর্মকর্তা; খ) সহকারী কনস্যুলার কর্মকর্তা

বিভাগ: পররাষ্ট্র মন্ত্রণালয়।

পদসংখ্যা: ১৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও ইংরেজিতে পারদর্শিতা; এবং তফসিল-২ এর অংশ-খ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

বয়সসীমা

১ নভেম্বর ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম

http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ফরম-5A পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনবিনা মূল্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্স, আবেদনসহ জেনে নিন সব৭ ঘণ্টা আগে

আবেদন ফি

২০০ টাকা।

*অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০ টাকা।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২টা।

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৩ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬টা।

সম্পর্কিত নিবন্ধ