গ্যাবা টেস্টের দল থেকে বাদ খাজা, ক্যারিয়ারই কি শেষ হয়ে যাচ্ছে তাঁর
Published: 2nd, December 2025 GMT
উসমান খাজার আন্তর্জাতিক ক্রিকেট–অধ্যায়ে কি তাহলে যতি পড়ল! পিঠের চোটের কারণে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে না থাকায় এমন শঙ্কাই জেগেছে।
বলতে পারেন, একটা টেস্ট থেকে বাদ পড়লেই এত আলোচনা কেন! আসলে খাজার বয়স এখন ৩৯ ছুঁই ছুঁই। পিঠের সমস্যাটা তাঁকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তার ওপর অনেক দিন ধরেই ব্যাট হাতে ছন্দহীন। এর সঙ্গে যোগ হয়েছে ওপেনিংয়ে হঠাৎই তাঁর বিকল্প খুঁজে পাওয়ার বিষয়টি। সব মিলিয়ে প্রশ্ন উঠছে—খাজা কি আর অস্ট্রেলিয়া দলে নিজের জায়গা ফেরত পাবেন?
ইংল্যান্ড–অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আগামী পরশু। তার আগে আজ অনুশীলনে প্রায় আধঘণ্টা নেটে ব্যাট করেছেন খাজা। কিন্তু তাঁকে দেখে গ্যাবায় দিবারাত্রির টেস্টের জন্য যথেষ্ট ফিট মনে হয়নি অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের। গ্যাবা টেস্টে না থাকলেও তাঁকে দলের সঙ্গেই রাখা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘পুনর্বাসন চালিয়ে যেতে খাজা দলের সঙ্গেই থাকবেন। দলে তাঁর বিকল্প হিসেবে কাউকে নেওয়া হয়নি।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৮ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হার মানলেও বাকি দুটি জিতে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৯.৫ ওভারে তারা অলআউট হয় মাত্র ১১৭ রানে। জবাবে তানজিদ হাসান তামিমের ফিফটিতে ১৩.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। নিশ্চিত করে ২-১ ব্যবধানের সিরিজ জয়।
বিস্তারিত আসছে…
আরো পড়ুন:
৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড ছুঁলেন তানজিদ
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে মামুলি টার্গেট ছুড়ল আয়ারল্যান্ড
ঢাকা/আমিনুল